প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. সাজ্জাদ হোসেন
জন্ম ১৬ই ডিসেম্বর, ১৯৬৮ চট্টগ্রাম। পড়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তিনি রাশিয়ার বিখ্যাত মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পাের্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি গবেষণার বিষয় কোয়ান্টাম কম্পিউটিং।। বর্তমানে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’-এর উপদেষ্টা, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদ সদস্য (২০১৫-২০১৭), বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু মেমােরিয়াল ইন্সটিউটের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা প্রদান করেছেন। শিক্ষার্থীদের জন্য তিনি ইতিমধ্যে প্রকাশ করেছেন ‘প্রােগ্রামিং ইন সি' নামক বই। বাংলায় আধুনিক প্রযুক্তি সংক্রান্ত লেখার অভাব পূরণের লক্ষ্যে ইন্টারনেট অব থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটাসহ অত্যাধুনিক প্রযুক্তির প্রয়ােগ নিয়ে বেশ কিছু কলাম প্রকাশ করেছেন যা শিক্ষার্থীসহ বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।