প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাওসার পারভীন চৌধুরী
নেত্রকোণাস্থ মােক্তারপাড়ার মেয়ে কাওসার পারভীন চৌধুরী (নাসরিন)। পিতা প্রয়াত, এডভােকেট হাবিবুর রহমান ভূঁঞা। মাতা বুলবুল আক্তার খাতুন শীরিন জাহান দিলরুবা। লেখক হওয়ার শুরুটা মায়ের কোলে রূপকথার গল্প শুনতে শুনতে। আর ছবি আঁকাটা মায়ের রুমালে ফুল তুলতে দেখে। এই দুই নিয়ে লেখকের ছােট্ট মস্তিষ্কে গড়ে উঠে এক সৃষ্টিশীল জগৎ। এই সৃষ্টিশীল কল্পনার জগৎ প্রাত্যহিক জগতের নিয়মনীতির গণ্ডির সাথে কখনাে তাল মিলাতে পারেনি। তাই নিয়ম ধরে প্রতিদিন স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে পদার্পণ না করলেও স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে কেবলমাত্র নাম লিখানাে থাকলেও বরাবরই প্রত্যেক পরীক্ষায় ভালাে রেজাল্ট নিয়ে বাংলা সাহিত্যে এম. এ এবং সেই সাথে এলএল.বি পাশ করে সুপ্রীম কোর্ট অব বাংলাদেশে আইনজীবী হিসেবে কর্মরত। লেখালেখির শুরুটা শিশুকালেই অক্ষর ঘােরানাের সাথে সাথে বই-খাতা এমনকি ঘরের দরজাজানালাও ছবি আঁকায় বাদ পড়ত না। সেই সাথে রাত জেগে, নিভৃতে বড়দের গল্পের বই পড়ে ফেলারও অভ্যাস আর এখনাে অব্দি কঠিন বাস্তবতার মধ্যে ও বইপড়ার আনন্দকে উপেক্ষা করতে না পারা। শিশুকালেই আর্ট কাউন্সিল’ প্রতিযােগিতায় বড়দের দলে স্বরচিত গল্প লিখে পুরস্কার অর্জন। এরপরে বিভিন্ন জাতীয়, দৈনিক, সাময়িক ও মাসিক পত্রিকায় ছােটগল্প লিখতে লিখতে ১৯৯৭ সালে বাংলা একাডেমী কর্তৃক তরুণ লেখক প্রকল্পে ছয়মাস মেয়াদী কোর্স সম্পন্ন করে লেখালেখির জগতে রীতিমত বিচরণ।