clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Muhammad Matiur Rahman books

followers

প্রফেসর মুহম্মদ মতিউর রহমান

সম্পাদক পরিচিতি মুহম্মদ মতিউর রহমানের জন্ম ৩ পৌষ, সােমবার ১৩৪৪ (১৮ ডিসেম্বর, ১৯৩৭) সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার চর নরিনা গ্রামে মাতুলালয়ে। পৈত্রিক নিবাস শাহজাদপুর থানার চর বেলতৈল গ্রামে। পিতা আবু মুহম্মদ গােলাম রব্বানী, মাতা মােছাম্মৎ আছুদা খাতুন, দাদা মুনশী ওয়াহেদ আলী পণ্ডিত, দাদী। মােছাম্মৎ রমিছা খাতুন। বনেদি মুনশী পরিবারটি এক সময় বিদ্যাচর্চা ও শিক্ষাদানের কাজে সুখ্যাতি অর্জনের ফলে ‘পণ্ডিত বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর নরিনা মধ্য ইংরাজি স্কুলে পঞ্চম-অষ্টম শ্রেণী, ১৯৫৬ সালে পােতাজিয়া হাইস্কুল থেকে মেট্রিক, ১৯৫৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আই.এ., ১৯৬০ সালে বি.এ. এবং ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. ডিগ্রী লাভ। ১৯৬২ সালের নভেম্বরে ঢাকাস্থ সিদ্ধেশ্বরী কলেজে অধ্যাপনা শুরু। কর্ম জীবন ঃ ১৯৬২-৭৭ পর্যন্ত সিদ্ধেশ্বরী কলেজে যথাক্রমে অধ্যাপক, ভাইস-প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন ও ১৯৬৩-৬৯ পর্যন্ত ঢাকাস্থ ফ্রাঙ্কলিন বুক প্রােগ্রামস্ ইন,-এ সহকারী সম্পাদক ও প্রথম বাংলা বিশ্বকোষ প্রকল্পে অন্যতম সম্পাদক। ১৯৭০-৭১ একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক, ১৯৭৭-৯৬ পর্যন্ত দুবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে প্রকাশনা বিভাগে সম্পাদক এবং ২০০৩-০৯ পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রফেসর ও চেয়ারম্যানের দায়িত্ব পালন। সাহিত্যকর্ম ও পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে কবিতা লেখা শুরু। ১৯৫৮ সালে নজিবর রহমানের উপর লেখা তার প্রথম গবেষণামূলক প্রবন্ধ দৈনিক আজাদ' পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থের তালিকা ও সাহিত্য বিষয়ক ঃ ১. সাহিত্যচিন্তা, ২. বাংলা সাহিত্যের ধারা, ৩. বাংলাদেশের সাহিত্য, ৪. বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য, ৫. হাজার বছরের বাংলা কবিতা, ৬. রবীন্দ্রনাথ, ৭. রবীন্দ্রনাথ ও আমাদের সংস্কৃতি, ৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ৯. গদ্যশিল্পী নজরুল, ১০. বিদ্রোহী ও জাতীয় কবি নজরুল ও জীবন ও কাব্য, ১১. ফররুখ প্রতিভা, ১২. ফররুখ আহমদের সাত সাগরের মাঝি, ১৩, বাঙালি মুসলিম নবজাগরণে সাহিত্য সংস্কৃতি সংগঠনের ভূমিকা, ১৪. বাংলা ভাষা ও ঐতিহাসিক ভাষা আন্দোলন, –

প্রফেসর মুহম্মদ মতিউর রহমান এর বই সমূহ

(Showing 1 to 28 of 28 items)

Recently Viewed