clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Deowan Samsul Arefin books

follower

দেওয়ান শামসুল আরেফীন

দেওয়ান শামসুল আরেফীন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাসরত। সমাজবিজ্ঞানী আরেফীন নিউ ইয়র্কের বাংলা সাপ্তাহিক বাংলাদেশ এর একজন নিয়মিত লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক আরেফীন এক সময়ে ঢাকার বিভিন্ন পত্র-পত্রিকা এবং সাহিত্য সংস্কৃতি কর্মের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাঁর সংশ্লিষ্টতার মধ্যে রয়েছে:- কার্যকরী সম্পাদক, জনমত” (লন্ডন ‘জনমত এর সহােদর প্রকাশনা), সম্পাদনা পরিষদের সদস্য, ‘চরমপত্র', প্রধান সম্পাদক স্বপক্ষে’ (সাহিত্য ও রাজনীতি বিষয়ক সাময়িকী), সহযােগী সম্পাদক, দি মিশন’ (ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা), সম্পাদক/প্রকাশক-কাক’ এবং ‘কৌনিক’ (কবিতা সংকলন), প্রধান সম্পাদক, “দি ফোরাম’ (নিউ জার্সি/নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দেশ এবং আন্তর্জাতিক আর্থ-সামাজিক-রাজনৈতিক বিষয়ে প্রগতিশীল ত্রৈমাসিক), প্রাক্তন নিবন্ধকার, দি টারগাম’ এবং দি লিভিংষ্টন মিডিয়াম’ (নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয় প্রকাশনা) তার অনুদিত মায়া এঞ্জেলু, ল্যাংস্টন হিউগস, তানুর ওহিদা প্রমুখের কবিতা বাংলাদেশের বিচিত্রাসহ আমেরিকার অধুনালুপ্ত সাপ্তাহিক ‘আমার দেশ’ এ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক বাংলা। 986 Twenty Years After the Genocide in Bangladesh' এই নামে অনুবাদ করেছেন (প্রকাশকAlpine Printing and Publishing Group, NY, May 1994)। বাংলাদেশ সােসাইটি অফ নিউ জার্সির প্রাক্তন সভাপতি (১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ১৯৯৩-৯৪, ২০০২-০৩), ৮ম উক্তর আমুেরিকা বাংলাদেশ, সম্মেলন, বষ্টন-১৯৯৪ এর : উপদেষ্টা এবং ১০ম উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন, নিউ জার্সি-১৯৯৬ এর পরামর্শক এর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে অধ্যাপনার সঙ্গে সংশ্লিষ্ট আছেন । লেখকের অপর প্রকাশিত ৩টি বুই হচ্ছে : ১. লাইফ এন্ড ডেট-নাে ফ্রীডম ইয়েট, ২০০৩ - ১, ফোট্রেস আমেরিকা, ব্লু স্কার্ট, ডিকনস্ট্রাকশনের গ্লোবালাইজেশন এবং অন্যান্য প্রসঙ্গ, ২০০০ ৩. তৃতীয় বিশ্বে পাতি বুর্জোয়া ও অন্যান্য প্রসঙ্গ, ১৯৯৮।

দেওয়ান শামসুল আরেফীন এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed