প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হাসান মোস্তাফিজুর রহমান
সহজ সরল ভাষায় ছােটো ছােটো বাক্য আর তাতে মিশে থাকা প্রবল রসবােধ- এই হচ্ছে কথাসাহিত্যিক হাসান মােস্তাফিজুর রহমানের লেখার অন্যতম প্রধান। বৈশিষ্ট্য। অত্যন্ত ঝরঝরে ভাষায় বলে যান তিনি, যা সব বয়সী পাঠককে আকর্ষণ করে টেনে নিয়ে যায় লেখার শুরু থেকে শেষ পর্যন্ত । ঢাকায় জন্মগ্রহণ আর বড়াে হওয়া এই কথাসাহিত্যিক পড়াশােনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। এর আগে অবশ্য সিভিল এঞ্জিনিয়ারিং-এ পড়াশােনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একসময় বড় একঘেয়ে আর রসকষহীন মনে হয়েছিলাে রড-সিমেন্ট-ইট-বালির ওই লেখাপড়া । ফলে কোর্স প্রায় অর্ধেক সাফল্যের সঙ্গে শেষ করেও ছেড়ে দেন শুধুমাত্র ভালাে না লাগার কারণে! লেখালেখির সঙ্গে যুক্ত বেশ অনেকদিন ধরে । হাতেখড়ি বিখ্যাত ও জনপ্রিয় সেবা প্রকাশনীতে লেখার মাধ্যমে। উপন্যাস, গল্পগ্রন্থ, রম্যসঙ্কলন মিলিয়ে গ্রন্থসংখ্যা চৌত্রিশ। বেকু মামা তার ভীষণ মজার নতুন এক চরিত্র। গত বইমেলায় এ চরিত্রটিকে পাঠকের কাছে হাজির করেন তিনি- যা অভাবনীয় সাড়া ফেলেছে পাঠকসমাজে। ইতােমধ্যেই ছােটো-বড়াে সব ধরনের পাঠকের। অন্যতম প্রিয় এক চরিত্রে পরিণত হয়ে গেছে বেকু মামা। আর তাই নিরলস কাজ করে চলেছেন তিনি এ চরিত্রটি নিয়ে। ইচ্ছে রয়েছে বহুদূর যাওয়ার । এবারের বইমেলায় বেকু মামাকে নিয়ে দ্বিতীয় গ্রন্থটি প্রকাশিত হলাে। লেখকের কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে । মহান এ পেশাতেই থাকতে চান আজীবন। বর্তমানে জাতীয় একটি দৈনিকে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত। সুন্দর আর দুর্গম জায়গায় ঘুরে বেড়াতে ভালােবাসেন তিনি। বিশেষ করে প্রিয় বন্ধুদের দল নিয়ে অবসরে ডুবে থাকেন দেশি-বিদেশি গল্প-উপন্যাসে, টিভি চ্যানেলগুলাের নিউজ, টক শাে, ভ্রমণবিষয়ক অনুষ্ঠান আর প্রামাণ্যচিত্রে। স্বপ্ন দেখেন বাংলা সাহিত্যের বিশাল জগতে নিজের ছােট্ট একটি ঠিকানা তৈরি করার।