প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
Ramendra Sundar Trivedi- জন্ম ১৮৬৪ সালে মুর্শিদাবাদে। তিনি কান্দি ইংরেজি স্কুল থেকে ১৮৮১ সালে এন্ট্রান্স, প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৬ সালে পদার্থবিদ্যা ও রসায়নে অনার্সসহ বি. এ. এবং ১৮৮৭ সালে পদার্থবিদ্যায় এম. এ. ডিগ্রি অর্জন করেন। ১৮৮৮ সালে পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্রে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান। রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর কর্মজীবন ছিল বর্ণাঢ্য। ১৮৯২ সালে তিনি কলকাতা রিপন কলেজে বিজ্ঞানশাস্ত্রের অধ্যাপক এবং পরে অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন। ১৩০১ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ স্থাপনের ছিলেন অন্যতম পুরোধা। ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’-এর মুখপত্র বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকার সম্পাদক ছিলেন। সেই সময়কার সাধনা, ভারতী, সাহিত্য ও ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রকৃতি (১৩০৩), পুন্ডরীক- কুলকীর্তিপঞ্জিকা (১৩০৭), জিজ্ঞাসা (১৩১০), ঐতরেয়, ব্রাহ্মণের বঙ্গানুবাদ (১৩১৮), বিচিত্র প্রসঙ্গ (১৩২১)প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। এই সাহিত্য-সাধক ১৯১৯ সালের ৬ জুন মৃত্যুবরণ করেন।