প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ইমরান চৌধুরী
জন্ম ২৮ এপ্রিল ১৯৬৬, চট্টগ্রামের টাইগারপাসে। পৈতৃক ভিটেমাটি কুমিল্লার নাঙ্গলকোটে। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের প্রতি ঝোঁক শৈশব থেকেই। কৈশোরে স্কুল পালিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতেন। রোমেনা আফাজের দস্যু বনহুর এবং তৎকালীন বাংলা চলচ্চিত্রের নায়কেরা ছিলো তার কৈশোরের নায়ক। স্বভাবে দুরন্ত আর ডানপিঠে হলেও মেধাবী ও সত্যপ্রিয় ইমরান স্কুলের হাতের লেখার খাতায় প্রতিদিন কবিতা লিখতেন। পুরোদস্তুর লেখালেখি শুরু জাপান প্রবাসকালে। গ্রন্থপ্রকাশে অনাগ্রহের মোড়ক ভাঙে ২০০৭-এ, বন্যা ডট চিট্ উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে। গভীর মনোযোগ ঘড়ির কাঁটা ও অন্যের জন্যে ভালোকিছু করার দিকে। অপার আনন্দ পান ভ্রমণে আর সাহিত্যচর্চায়।