প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাকির শাহ
জাকির শাহ মূলত সংগীতের লোক গান। গান লিখছেন দুই যুগ সময় ধরে। বাবার উৎসাহ নিয়েই তার সংগীত জগতে পথ চলা। তার বাবা ছিলেন মরমি ধারার লোক। নিজে গান লিখে নিজের কন্ঠে সুর তোলে গান প্রেমী মানুষের ভালোবাসা কুঁড়িয়েছেন অনেক। মালজুড়া গানে তার ভালো পরিচিতিও ছিল। যার কিংবদন্তি অত্র অঞ্চলে মানুষের মুখে মুখে রয়েছে। বাবার সংগীতের ধারায় নিজেকে প্রতিষ্ঠা করে চলছেন গীতিকবি জাকির শাহ। তার গান নিয়ে চারটি বই প্রকাশ হয়েছে। জাকির শাহ যদিও গানের মানুষ কিন্তু ইতোমধ্যে তিনি বাংলাদেশের লোকসংস্কৃতি ও লোক কবিদের নিয়ে কাজ করে তার গবেষণার ভাণ্ডারকে বেশ ভারী করে তুলেছেন। দুর্ব্বিণ শাহর জীবন ও দর্শন বইটির মাধ্যমে তার আত্মপ্রকাশ হলে ক্রমান্বয়ে ১১ টি বই প্রকাশিত হয় এবং পাঠকপ্রিয়তা অর্জন করে। ব্যবস্থাপনা নিয়ে স্নাতকোত্তর করা জাকির শাহ ঘুরাঘুরিতে বেশ আনন্দ মনা। কয়েকটি দেশও ভ্রমণ করেছেন। সম্প্রতি তিনি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভ্রমণ করেছেন। মালদ্বীপের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বইও লেখছেন তিনি। তার প্রকাশিত গবেষণা ধর্মী বই সমূহের মধ্যে উল্লেখযোগ্য বই হল- মরমি কবি দুর্ব্বিণ শাহর জীবন ও দর্শন, বঙ্গবন্ধুকে নিয়ে দুর্ব্বিণ শাহর গান, আমার বাবা, বাংলাদেশের পল্লীগীতি, বাউল কবি রশিদ উদ্দিনের জীবন ও দর্শন। তার গানের বইগুলো হচ্ছে- রূপের ঘরে স্বরূপ ধরে, ভাবের ঘরে ভারই নড়ে, শুদ্ধ স্বরে নিরিখ করে, জল বিহনে জ্বলে না আগুন। জাকির শা'র গানগুলো মধ্যে বেশির ভাগ গান আধ্যাত্মিক ভাব ধারায় রচিত। তার রচিত ও সুরারোপিত গান বাংলাদেশের একাধিক শিল্পীর কণ্ঠে উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশের সুপরিচিত কণ্ঠশিল্পী লায়লা, ঐশী সহ অনেকেই তার লেখা ও সুর করা গান গেয়েছেন। সম্প্রতি তার একটি গানে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার পূর্ণদাস বাউলের মেয়ে সর্বানী বাউল ও এপার বাংলার কণ্ঠশিল্পী গৌতম চক্রবর্তী (সাধারন সম্পাদক সম্মেলিত সাংস্কৃতিক জোট, সিলেট)।