Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rokaya Islam books

follower

রোকেয়া ইসলাম

রােকেয়া ইসলাম জন্ম ৪ ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে। মা মরহুমা রিজিয়া ইসলাম। বাবা মরহুম আলহাজ্ব মীর নুরুল ইসলামা মুক্তিযােদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান আরজু তার জীবনসাথী। স্ব স্ব ক্ষেত্রে সফল তিন পুত্র কন্যার জননী। তিনি ‘ডাইনামিক কিন্ডার গার্ডেন-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। অনিয়মিতভাবে কলামও লিখেন বিভিন্ন জাতীয় দৈনিকে। লেখালেখির জন্য পেয়েছেন নজরুল সম্মাননা পদক ও ড. আশরাফ সিদ্দিকী স্বর্ণ পদক, অরণি গল্প প্রতিযােগিতা পদক, কবি সুভাষ মুখোপাধ্যায় পদক (পশ্চিমবঙ্গ)। বাংলা একাডেমিসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্য। প্রকাশিত গ্রন্থসমূহ : স্বর্গের কাছাকাছি (গল্প)-১৯৯৫, আকাশ আমার আকাশ (কবিতা)-২০০৪, ছুঁয়ে যায় মেঘের আকাশ (গল্প)-২০০৬, তুমি আমি তেপান্তর (গল্প)-২০০৮, তবুও তুমিই সীমান্ত (গল্প)-২০১০, জ্যোৎস্না জলে স্নান সন্ধ্যা-২০১১, কলকাতা থেকে (কবিতা) দীপ্র তাজরী ও আপুজানের (শিশুতােষ গল্প)-২০১১, একবার ডাক সমুদ্র বলে। কেন ডাকো বারেবার। বিভিন্ন চ্যানেলে প্রচারিত নাটকসমূহ : পায়ের তলে বান ভাসি, চাপাখালা, বসন্ত তােমারই, সুন্দর সকালের জন্য, মেঘ ভাঙ্গা রােদ, বৈশাখ এলাে আনন্দ নিয়ে, মধুর আমার মায়ের হাসি, সংসার সমুদ্রে (ধারাবাহিক) কর্ণেল ভিলা, রূপালী পর্দায় দেখুন, টুক পলানতি টুক, রাজা বাদশার কারবার, একজন সৈয়দ ও খােশনবিশের তােলপাড়, মির্জা বনাম তালুকদার, মেম্বর সাব, মুন্সিবাড়ি, রঙের সংসার (ধারাবাহিক), বারবার ফিরে আসে, চলচ্চিত্র কাহিনী ; হৃদয়ে একাত্তর, ভালবাসা ছাড়া কেউ কি বাঁচে।

রোকেয়া ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed