প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
লে. কর্নেল ডা. রেহানা খানম (অব.)
MBBS (DMC), MMED, PAED (NUS) MRCP CH UK, MPH- EPIDEMIOLOGY (SUB-BD), DCH (IPGM&R)-DU. ডা, রেহানা খানম এমবিবিএস ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করার সাথে সাথেই তিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ইনসার্ভিস ট্রেনিং শেষ করে এসিসট্যান্ট সার্জন হিসেবে প্রথম পেশা জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে আর্মি মেডিক্যাল কোরে যােগদানের পূর্বে ও পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও কোর্সে যােগদান করেন। তারমধ্যে উল্লেখযােগ্য মাস্টার অফ মেডিসিন ও মাস্টার অফ পিডিয়াট্রিকস যার সমমান ডিগ্রি এমআরসিপি, সিএইচ ইউকে-ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর থেকে অর্জন করেন ও রেজিস্ট্রিভুক্ত হন। পরবর্তীতে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমপিএইচ, এপিডেমিওলজি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘ ২৪ বছর কেটেছে শিশুরােগ বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সিএমএইচে। তাছাড়া AFMI ও AFMC-তে সিনিয়র ইনস্ট্রাকটর ও শিক্ষক হিসেবে নিয়ােজিত ছিলেন। এখানে আরাে উল্লেখ্য যে, কনসালট্যান্ট হিসেবে রয়েল মালয়েশিয়ান আর্মিতে প্রেষণে নিয়ােগ ও পেশাগত দায়িত্ব পালন, ইউএসএ পরিচালিত Adventist হাসপাতাল, পেনাঙ্গ, মালয়েশিয়াতে। পেরিনেটাল মেডিসিনে বিশেষ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও দায়িত্ব পালন এবং সিঙ্গাপুরে কোর্স ও ট্রেনিং পেশা জীবনের একটি মাইল ফলক।। দেশ-বিদেশের মেডিক্যাল জার্নালে তার অনেক গবেষণামূলক আর্টিকেল ছাপা হয়েছে। লে. কর্নেল (ডা.) রেহানা খানম (অব.) বর্তমানে ক্লিনিক্যাল ও দেশ-বিদেশের সাথে গবেষণায় যুক্ত।