clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Khan Mohammad Moslay Uddin books

follower

খান মোহাম্মদ মোসলেহ উদ্দিন

চল্লিশের দশকের সাহিত্যিক, সাংবাদিক খান মােহাম্মদ মােসলেহ উদ্দীন। তিনি ১৯২১ সালে পিরােজপুরের মঠবাড়ীয়ার বেতমােড় গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত আলহাজ্ব বাহাউদ্দীন খান। মায়ের নাম সামরাত বান। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ১৯৪১ সালে তিনি রয়েল ইন্ডিয়ান নেভিতে হাবিলদার পদে যােগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমিউনিকেশন অফিসার হিসেবে জাপান এয়ার ক্রাপের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ দেখেছেন ৪৭-এর দেশ ভাগ, বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম। চল্লিশের দশকের গােড়ার দিকেই দৈনিক আজাদ পত্রিকায় তার সাংবাদিকতা শুরু। কোলকাতায় কাজ করেছেন দৈনিক আজাদ, দেনিক নবযুগ, দৈনিক ইত্তেফাক ও গুলিস্তা পত্রিকায়। আর দেশভাগের পর নিউ নেশন, বাংলাদেশ টাইমস ও অবজারভার পত্রিকায়। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাপ্তাহিক পায়রা, অভিযাত্রী এবং সেবা পত্রিকার। কবিতা, প্রবন্ধ ও জীবনী মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি। অপ্রকাশিত রয়েছে সমাজ, সভ্রতা, সংস্কৃতি এবং সাহিত্য বিষয়ক গবেষণাধর্মী আরাে ২০টি বইয়ের পান্ডুলিপি। বাংলা ১৩৫২ সালের ভাদ্র সংখ্যয় কায়কোবাদকে নিয়ে লেখা তার। মহাশ্মশানের কবি নামের ধারাবাহিক প্রবন্ধ মােহাম্মদীতে প্রকাশ হলে হৈচৈ পড়ে যায় সাহিত্য মহলে। পরিচিত হলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহর দেয়া ইয়াংগেস্ট জার্নালিস্ট নামে। তাকে আদর করে নাতী বলে ডাকতেন কায়কোবাদ। সেসময় নজরুলকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে যে নবযুগের সূচনা হয়, তার অনুসারী হিসেবে মাওলানা আকরাম খা, আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর আহমদ, মুজিবুর রহমান খান, কবি ফররুখ আহমদ, জসীম উদ্দীন, আহসান হাবীব, গায়ক মানবেন্দ্র মুখােপাধ্যায়, হেমন্ত মুখােপাধ্যায় এবং আব্বাস উদ্দীনসহ ৪২ সালের দিকে কোলকতা রাইটার্স বিল্ডিংয়ের নীচতলায়। সােৎসাহে আড্ডায় বসতেন খান মােহাম্মদ মােসলেহ উদ্দীন। বরাবরই প্রচারবিমুখ সৃষ্টিশীল এই মানুষটির লক্ষ্য লেখনির মধ্য দিয়ে মানুষের দুঃখ-দুর্দশার কথা বলা। তাই জীবন সায়াহ্নে এখনও মধ্যরাত অবধি তিনি মত্ত থাকেন সৃজনশীলতায়। কোলকাতার সেই আডডা আর ফিরে পেলেও স্মৃতির পাতা হাতড়ে ফেরা চির নবীন এই মানুষটি দিনময় বেঁচে থাকেন শব্দের সঙ্গে কথা বলে।

খান মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed