প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শিপ্রা ভট্টাচার্য
Sipra Bhattacharya জন্ম কলকাতায়। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা শুরু করেছেন ছোটোবেলা থেকেই। স্কুল ম্যাগাজিনেই প্রথম প্রকাশিত হয় কবিতা। লিখেছেন গল্প ও অন্যান্য বিষয় নিয়ে। বাবার বদলির চাকরির কারণে ছোটোবেলায় পড়াশোনা করেছেন বিভিন্ন স্কুলে। বর্ধমানের রাজ কলেজ থেকে রসায়ন বিদ্যায় সাম্মানিক ডিগ্রি পেয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী তিনি, করেছেন বি.এড। গানের হাতেখড়ি মায়ের কাছে। পরবর্তী সময়ে সংগীতশিক্ষা নিয়েছেন ‘রবিতীর্থ’ থেকে। অরবিন্দ বিশ্বাসের কাছেও সংগীত শিখেছেন কিছুদিন। দীর্ঘদিন সংগীতের তালিম নিয়েছেন প্রসাদ সেনের কাছে। সুমিত্রা সেনের কাছেও গান শিখেছেন কিছুদিন। বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে পেয়েছেন রবীন্দ্রসংগীত রেকর্ড করার অনুমতি। রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে পেয়েছে M.Mus. ও B. Mus. ডিগ্রি। প্রকাশিত হয়েছে বহু ক্যাসেট ও সিডি। ‘সীমানা পেরিয়ে’ ‘সীমার মাঝে অসীম’ এই দুই রবীন্দ্রসংগীতের ক্যাসেট ছাড়াও রয়েছে অতুলপ্রসাদের, সবারে বাসরে ভাল’ ক্যাসেটটি। তার প্রকাশিত কয়েকটি অ্যালবামে ভাষ্য পাঠ করেছেন চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে অডিয়ো গীতবিতান থেকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের ‘পূজা’ পর্যায়ের দশটি গান। সংগীতচর্চার পাশাপাশি লেখালেখির ধারাও অব্যাহত রয়েছে তাঁর।