প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বাল্মীকি চট্টোপাধ্যায়
Balmiki Chattopadhyay-এর ‘বাল্মীকি’ নামটা দিয়েছিলেন বাবা মুকুলেশ চট্টোপাধ্যায়। ১৯৬৪। সে বছরই জন্ম। ঠিক শহর থেকে একটু দূরে বেলঘরিয়ায়। বাবা ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক। ফলে জ্ঞান হওয়া ইস্তক সুরসাগরেই গা ভাসিয়েছিলেন বাল্মীকি। কিন্তু কাজে লাগেনি। বাবা চলে যাওয়ার পরে মা তৃষ্ণা ডুবন্ত তরী একা বেয়ে নিয়ে গিয়েছিলেন এক ছেলে, এক মেয়েকে নিয়ে। সুর ছাড়েনি বোনকে, ভাইকে ত্যাজ্য করেছিল। গানবাজনার মতোই লেখাপড়াতেও খুব বেশিদূর এগোতে পারেননি। লোকে জানত অর্থাভাবে। গোপনকথা—ইচ্ছের অভাব। বি. এ. পাশ করেই রণে ভঙ্গ দিয়েছিলেন। কর্মজীবন শুরু হয়েছিল এক মহাসমুদ্রে নুলিয়া হয়ে। আনন্দবাজার পত্রিকা’ দীর্ঘ '২১ বছরের সাংবাদিকতা একই ঠিকানায়। তারপর আবার বাঁক। ঘাত-প্রতিঘাত। শুরু হল বাংলা ম্যাগাজিন ‘পরমা’।‘পরমা’ পেরিয়ে প্রথমা। এখন অ্যাপোলো হসপিটালের নতুন পারিবারিক পাক্ষিক ‘আজকের সম্পূৰ্ণায় কনসালটিং এডিটর। এটি তাঁর তৃতীয় উপন্যাস। প্রথমটি 'বহু বাসনায়’। দ্বিতীয়টি ‘রূপসাগরে’। এর মাঝে। অবশ্য কিছু ছোট-বড় গল্প, দু’টি কিশোর উপন্যাস কিশোরভারতী, শিশু কিশোর অ্যাকাডেমি ও বিভিন্ন ম্যাগাজিনে ঠাঁই পেয়েছে। আপাতত এইটুকুই তাঁর দৌড়।