প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আসিফ মাহতাব পাভেল
আসিফ মাহতাব পাভেলের পেশা বই আর মানুষের মিলনক্ষেত্র গ্রন্থাগার নিয়ে। তিনি বর্তমানে গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকায় সহকারি পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত পেশাগত কাজের অবসরে সাময়িকী, সামাজিক যোগাযোগ আর ব্লগে নিয়মিত লেখালেখি কয়েস। লেখালেখির মধ্যে আছে ছড়া-কবিতা, শিশুতোষ গল্প, এনড আর অনুবাদ। প্রকাশিত তিনট অনুবাস গ্রন্থ 'দুই অপরাধী ও কেভিনছলার', ক্রনিক্যালস অব নার্নিয়া সিরিজের 'দ্য হর্স এন্ড হিজ বয়' এবং 'দ্য লায়ন, দ্য উইচ এন্ড দ্য ওয়্যারড্রোব'। এছাড়াও 'পিল পিল' নামে একটি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। গত বইমেলায় 'ভিন্ন ভুবনে' নামে গল্পের বই প্রকাশিত হয়েছে যা শিশু-কিশোর পাঠকদেও মাঝে সমাদৃত হয়েছে। তাঁর লেখার প্রেরণা হলো পরিবারের সদস্যদের সযতন স্নেহ-ভালোবাসা, বন্ধু-বান্ধবদের আড্ডা, সহকর্মীদের সহচর্য, দেশ-বিদেশে ভ্রমণ, চলচ্চিত্র আর বই। জন্ম শহর নাটোরকে তিনি অসম্ভব ভালোবাসেন।