প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ ছদর উদ্দিন
এই সময়ের নবীন লেখকদের একজন মোহাম্মদ ছদর উদ্দিন। পেশাগত দিক থেকে তিনি প্রবাসী।বিগত দশ বছর ধরেই প্রবাসে আছেন তিনি। তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায় কাব্য গ্রন্থ প্রকাশের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় লেখা লেখি চলে অবিরাম। স্বপ্ন দেখেন নিজের লেখা বইয়ের সংখ্যায় যেন একটা গ্রন্থাগার হয়ে যায় আর মৃত্যুর পর বেঁচে থাকতে পারেন পাঠকের হৃদয়ে। মোহাম্মদ ছদর উদ্দিন - কবিতা , জীবন দর্শন ও প্রেমের পূজারি। বোধের গভীরে ধারন করেন দেশমাতৃকার মর্মগাথা, প্রেম, বিরহ , জীবনের মর্মকথা আর কবিতা নিয়ে নিত্য কারবার। কবিতার প্রতিপাদ্যে ভালোবাসা অগাধ। জীবনের প্রতিটি অধ্যায়কে কবিতা ও ছোট গল্পের শব্দ চয়নে বাঁধার চেষ্টা করেন। অবসর আর মন খারাপ হলেই কবিতা পড়া কিম্বা লিখাই মূখ্য হয়ে উঠে। বই পড়াই এখন নেশা তাঁর। জীবনের জন্য লিখেন। জীবনের গল্প গুলোকে সাহিত্যর রস দিয়ে লিখতে ভালোবাসেন। অধ্যয়ন করেছেন - হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়, জি. এম. হাট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি কলেজ ও জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে। জন্ম : ফেনী জেলার ফুলগাজী থানাধীন নানার বাড়িতে। পৈতৃক নিবাস কুমিল্লা জেলার লাকসাম থানায়।