প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাশফিয়া আঁখি
কাশফিয়া আঁখি ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর। উপজেলার বালাশুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মাে. নুর মােহাম্মদ ভূইয়া মাতার নাম সেলিনা আকতার। এক ভাই চার বােনের মাঝে তিনি দ্বিতীয়। কবি কাশফিয়া আঁখি মূলত একজন একবিংশ শতাব্দীর আধুনিক প্রেম ও প্রকৃতির কবি। তার প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পাতার কাব্য বেশ আলােচিত ও পাঠক সমাদৃত। শিশুদের জন্য তার এ বছর প্রকাশিত শিশুতােষ গল্পের বই বাউন্ডুলে কাক’ ।। সাহিত্যের পঞ্চ শাখায় রয়েছে কবির সুদক্ষ হাত।। সামাজিক কুল প্রতিকূলতা পেরিয়ে সাহিত্যের প্রদীপ দৃঢ় চিত্তে জ্বালিয়ে চলছেন সমাজের অপসংস্কার রােধে ক্ষুরধার লেখনির রন্দ্রে রন্ধ্রে । ‘আলাে আঁধারের সাতকাহন’ গল্প গ্রন্থটি কবি কাশফিয়া আঁখির দ্বিতীয় প্রথম ছােট গল্পগ্রন্থ । প্রতিটি গল্পতেই লেখক পরম মমতায় ফুটিয়ে তুলেছেন প্রেম মন মানবতা ও সমাজের বাস্তবিক চালচিত্র । কবি ও গল্পকার কাশফিয়া আঁখি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকা সহ বিভিন্ন সংকলনে লিখে যাচ্ছেন অনবরত । তিনি আন্তর্জাতিক মানের পেইজ রেডিও মুন্নার নিয়মিত সম্মানিত লেখক । । কবি কাশফিয়া আঁখির প্রতিটা গল্প পাঠকের মন ছুঁয়ে যাবে। কাজেই সফলতা প্রকাশ পাবে বলে আমি দৃঢ় প্রত্যয়ি ।