প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তন্ময় আলমগীর
১৯৯৩ সালের ১২ নভেম্বর মঙ্গলবার বৃষ্টিমুখরিত দিনে জন্মগ্রহণ করেছিল ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক শহর কিশোরগঞ্জের করিমগঞ্জে। পারিবারিকভাবে সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে আদরের, সবচেয়ে ছোট ছেলে। সংসারে সবাই বেঁচে আছে, কেবল মা নেই। ২০১৬ সালের ৬ ডিসেম্বর ক্যান্সার নামক যম মাকে তার কাছ থেকে আলাদা করে দেয়। স্কুলে প্রাইমারি, মাদরাসায় দাখিল আর কলেজে শেষ করেছে অনার্স-মাস্টার্স। পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লেও আবাসিক ছাত্রদের মতো থেকেছে মাসের পর মাস। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছে, চাকরি করেছে মেডিক্যাল কলেজেও। সে হিসেবে একাডেমিক শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার ভাণ্ডার বেশ নাদুসনুদুস তা বলার অপেক্ষা রাখে না। তা ছাড়া জীবন বাস্তবতা ও প্রকৃতির শিক্ষা তো আছেই! ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও বর্তমানে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছে। নিজ এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মলাই ফকির বাজারে স্থাপন করেছে 'জিনিয়াস আইডিয়াল স্কুল' নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মিত গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ফিচার লিখছে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে। প্রথম সারির এমন একটি পত্রিকাও বাকি নেই যেখানে তার লেখা ছাপা হয়নি। আছে বিভিন্ন সাহিত্য সাময়িকীও। ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘পোড়া ইটের দেহ’ ও ২০১৯ সালে আসে ‘যুগল প্রেমের সোতে’। ২০২০ সালে বের হয়েছে প্রথম গল্পগ্রন্থ ‘শেষ বিকেলের গল্প’। এটি ইতোমধ্যে গল্প বিভাগে পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে। ২০২১ সালে প্রকাশ পায় প্রথম রম্যগল্প গ্রন্থ 'বউতন্ত্র'। চলছে উপন্যাস লেখার প্রস্তুতি। এই সব সৃজনশীল কাজের সুবাদে সম্মান, সম্মানি ও পরিচিতির পাশাপাশি পেয়েছে সাধারণ মানুষের ভালোবাসা। এই ভালোবাসাটাই তাকে বড় তৃপ্তি দেয়। তন্ময় আলমগীরের রোমান্টিক প্রেমিক হৃদয়ের আবেগ-অনুভূতিজুড়ে সদা বিরাজমান বিশ্বনন্দিত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আর মন যখন বিদ্রোহ করে ওঠে, তখন হয়ে উঠে কাজী নজরুল। তবে নিরেট কবিতা বলতে সে জীবনানন্দ দাশকেই বুঝে। নতুন বিচরিত কথাসাহিত্যে এখনো তার কোনো আইডল নেই। তবে শাহাদুজ্জামানের লেখা তাকে দারুন টানে।