Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

MD. Sarowar Zahan books

follower

মো: সরোয়ার জাহান

মো: সরোয়ার জাহান (মামুন) পাবনা জেলার বেড়া থানার সম্ভুপুর গ্রামে ১৯৭৮ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মো: শাহাদৎ হোসেন মজনু, মাতা মোছা: নাজমা বেগম। কবি তিন বোনের আদরে বেড়ে ওঠা একমাত্র ভাই। তিনি বেড়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও বেড়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন শাস্ত্রে অধ্যায়ন শেষ করেন। চাকরি জীবনে প্রবেশ এবং পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি থেকে মার্কেটিং-এ এমবিএ করেন। কবিতা লেখা স্কুল জীবন থেকেই শুরু তারপর কিছুটা বিরতি। মূলতো ফেসবুকে, বিভিন্ন ব্লগে এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। ২০১০ থেকে নতুন মাত্রায় কবির কবিতা লেখা শুরু। এরপর বিভিন্ন পত্রিকা, লিটল ম্যাগ এবং ম্যাগাজিনে লেখা প্রকাশিত হবার পর কাব্যভূবনে নতুন পালক হিসেবে নিজেকে সংযোগ ঘটাতে সক্ষম হন। এছাড়াও তিনি ছোটগল্প ও উপন্যাসও লেখেন। ২০১৪ সালে সৌভিক দা’র সম্পাদনায় ‘প্লিজ কবিগণ অফ যান...!’ কাব্যগ্রন্থে আটটি কবিতা সংকলিত হয়। নক্ষত্র ব্লগ কর্তৃক সেরা কবি সম্মাননা পেয়েছেন তিনবার। বাংলাদেশ কবি পরিষদে তিনবার সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পেয়েছেন। তিনি কর্মজীবনে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ‘মুক্তডানা’ সাহিত্য পত্রিকা ও ‘মুক্ত আলো ২৪ ডট কম’ অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে কর্মচঞ্চল এক তরুণপ্রাণ। কবি মো: সরোয়ার জাহান এর ‘বৃষ্টির উঠান’ নামক কাব্যগ্রন্থ অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে প্রকাশিত হচ্ছে শুনেই আনন্দে উদ্বেলিত হলাম।

মো: সরোয়ার জাহান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed