Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Alif Ahamad books

follower

আলীফ আহমাদ

নাম: আলীফ আহমাদ। পিত: মুহা. আশরাফ আলী। পৈতৃক সূত্রে তিনি বরিশাল জেলার অন্তর্গত বন্দর থানার নরকাঠি গ্রামের সন্তান। তবে গ্রামের বাড়ি বরিশালে হলেও জন্মগ্রহণ করেছেন ব্যস্ত নগরী ঢাকার প্রাণকেন্দ্র 'রামপুরা'তে ১৯৯৫ সালের ২৬ শে মে। ছোটবেলা থেকে সেখানেই তার বেড়ে ওঠা ও পড়াশুনার পুরোটা সময় কেটেছে এই নগরীতেই। শৈশবে তার পড়াশুনার হাতেখড়িটা হয়েছিলো ঢাকাস্থ খিলগাঁওয়ের 'হুসাইন মুহাম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে'। সেখানে তিনি ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়াশুনা করেছিলেন। এরপর অন্যত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর চিন্তা-চেতনা ও আত্ম-পরিশুদ্ধি এবং দ্বীনী শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্যে তিনি চলে আসেন বাংলাদেশের মাদরাসা শিক্ষার অনন্য ধারা কওমি অঙ্গনে। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য মাদরাসা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে, ২০১৭ সালে ঢাকার কুড়িল বিশ্বরোডে অবস্থিত 'শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার' থেকে কৃতিত্বের সাথে দাওরায় হাদিস (মাস্টার্স) কমপ্লিট করেন। আর সে বছরই ফেব্রুয়ারির অমর ২১ শে বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস "অর্ধচন্দ্র”। যা পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আলোড়িত করেছে তাদের হৃদ-মহল। বর্তমানে তিনি আরবিভাষা ও সাহিত্যের উপর উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে অবস্থান করছেন 'ভারতের উত্তর প্রদেশ অন্তর্গত 'দেওবন্দ' শহরে এবং প্রবাসে থেকেও তিনি অব্যাহত রেখেছেন তার শাণিত কলমকে। সেই ধারাবাহিকতায় এবারও অমর একুশে বইমেলায় এসেছে তার দ্বিতীয় উপন্যাস "অদৃশ্য ভুল”।

আলীফ আহমাদ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed