প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাজ্জাদ কাদির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর। দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশ টেলিভিশনে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা মানুষের জীবনের গল্প নিয়ে ‘কীর্তিমানের গল্পকথা’ শিরোনামে তথ্যভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করে আসছেন।ইতোমধ্যে তাঁর নির্মাণ ও উপস্থাপনায় শত শত মানুষের জীবন উপস্থাপিত হয়েছে।বিশ্ববিদ্যালয় জীবনে তুখোড় গ্রুপথিয়েটার কর্মী ও সংগঠক সাজ্জাদ কাদির বিটিভির বাহিরেও মুক্তভাবে নির্মাণ করেন প্রামাণ্য চলচ্চিত্র।আবার মাঝে মাঝেই দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকে সফল জীবনের কথা তুলে ধরেন।বলা যায় প্রায় সব ক্ষেত্রেই ব্যার্থতাকে জয় করা সফলতার কথা বলতে চেষ্টা করেন তিনি। তিনি মূলতঃ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের প্রাবন্ধিক ও কলামিস্ট।নিয়মিতই দেশের প্রধান জাতীয় দৈনিকে রাজনীতি,অর্থনীতি,সমাজ,শিল্প,সাহিত্য,সংস্কৃতি,ইতিহাস,ঐতিহ্য,জীবন,জীবীকা ইত্যাদি নানা বিষয়ে নিবন্ধ লিখে থাকেন। জন্ম ১৯৭৮ সালের ১১ জুন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সদরের প্রধান সড়কের সাথে অবস্থিত নতুন বাজার এলাকার বাড়িতে।বাবা মো. আব্দুর রহমান ও মা মোছা. রাশেদা বেগম।স্ত্রী নাজনীন দীপা ও একমাত্র পুত্র মো. আদনান কাদির দীপ।তিনি বিরামপুর ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়,সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এণ্ড কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন।বেড়ে উঠেছেন ছোট্ট মফস্বল শহর বিরামপুরের অতি সহজ-সরল,সাধারণ ও সাদামাটা পরিবেশে।একই সাথে পড়াশোনাও করেছেন মফস্বলের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে।পরবর্তীতে রাজধানীর নগর জীবনে বসবাস করতে এসে কর্মসূত্রে একদম উঁচুতলা থেকে নিচুতলা সব জায়গায় সমান বিচরণ করেছেন।এজন্য তাঁর দেখার চোখটি বিচিত্র।আর এজন্যই তাঁর লেখায় বিচিত্র বিষয় উঠে আসতে দেখা যায়।