প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নূর সিদ্দিকী
নূর সিদ্দিকী ১৯৮১ সালে মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রামের আলো হাওয়ায় মাখামাখি করেছেন শরীর ও মন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে নিয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সাংবাদিকতার শুরুও সেই বিশ্ববিদ্যালয় থেকেই। বর্তমানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন মাছরাঙা টেলিভিশনে। এর আগে ছিলেন দৈনিক প্রথম আলো, একুশে টেলিভিশন ও এটিএন নিউজ'র প্রতিবেদক। এ পর্যন্ত নূর সিদ্দিকীর তিনটি বই প্রকাশিত হয়েছে। তিনটিই শিশুতোষ। রুম টু রিড থেকে বের হয়েছে দুটি গল্পের বই- ইশকুল- দুশকুল ও বিলুর সাইকেল। আর দীপালোক থেকে আমি একটি ছড়া বলবো নামে'র ছড়ার বই। টেলিভিশনের জন্যও নাটক লিখে চলেছেন নূর সিদ্দিকী। সম্পাদনা করছেন http://drighangchu.com/ নামের একটি স্যাটায়ার ওয়েবম্যাগ। যা দেশের প্রথম অনলাইন স্যাটায়ার ম্যাগ হিসেবে পাঠকপ্রিয়তা পেয়েছে। স্ত্রী শামীমা সুমি আর পুত্র উথাল ও কন্যা ঢেউই নূর সিদ্দিকীর সমস্ত প্রেরণার উৎস।