প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তুহিন তৌহিদ
তুহিন তৌহিদ। পূর্ণ নাম সৈয়দ মোঃ তৌহিদুল হক। পেশাগত জীবনে একজন ব্যাংকার হবার পাশাপাশি একজন সাহিত্য অনুরাগী। ছেলেবেলা থেকেই বাবার চাকুরীসূত্রে বিভিন্ন অঞ্চলে বেড়ে ওঠার সাথে সাথে প্রকৃতি এবং চারপাশের বিভিন্ন আন্তঃব্যক্তিগত সম্পর্ক পর্যবেক্ষণ থেকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি হয়। পরবর্তীতে ক্যাডেট কলেজের নিয়ম-শৃঙ্খলা কবির ব্যক্তিত্বকে করে তোলে সুদৃঢ়। ছাত্র জীবন থেকে শুরু করে এখনও পর্যন্ত জড়িত আছেন নানা রকম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং পুরষ্কৃত হয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাট চুকিয়ে যোগদান করেন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেডে (তৎকালীন সোনালী ব্যাংক)। ছাত্রজীবনে গড়ে ওঠা নিজের জীবনবোধকে কাব্যিক ছন্দে প্রকাশ করার অভ্যাস অব্যহত রয়েছে এখনো। ব্যক্তিজীবনে অত্যন্ত প্রাণচঞ্চল ও আধুনিক চিন্তার অধিকারী কবি, পেশাগত জীবনেও অত্যন্ত উদ্ভাবনী ও অনুপ্রেরণাদায়ী একজন নির্বাহী হিসেবে পরিচিত। পেশাগত জীবনে ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, রেখেছেন সফলতার ছাপ। অর্জন করেছেন নানা রকম স্বীকৃতি আর সম্মাননা। উচ্চতর প্রশিক্ষণের জন্য একাধিকবার দেশের বাইরে ভ্রমণ করেছেন। পথশিশু থেকে শুরু করে পুঁজিবাদ, রাজনীতি বা জীবনবিধি, সমাজের প্রচলিত ধারা থেকে শুরু করে মানুষের মন, বর্তমান সমাজে ডিভাইসের প্রভাব, জীবনের প্রতিটি ক্ষেত্র কবি মনকে নাড়া দিয়েছে বিভিন্ন সময়ে। আর তাই এই সকল কিছুর প্রতি নিজের দৃষ্টিভঙ্গি কবির কলমে ফুটে উঠেছে কাব্যিক রূপ নিয়ে।