প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
রিষিণ পরিমল
রিষিণ পরিমল (ড. পরিমল চন্দ্র বর্মণ), মূলত সাহিত্যের ছােটকাগজে লেখালেখির চর্চা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে বি.এ (সম্মান), এম.এ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি ডিগ্রী লাভ ' করেন। বর্তমানে তিনি বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ অধ্যাপনা করছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ: অন্তঃস্রোতের মানসাঙ্ক ' (২০০০), নদীজলে চৈত্রদাহ (২০০২), শীতের অরণ্য জানে ফাল্গুন কতদূর (২০০৭), প্রবন্ধগ্রন্থ : প্রসঙ্গ মুক্তিযুদ্ধের উপন্যাস ও অন্যান্য (২০০৯), রবীন্দ্রনাথ : খেয়া (২০১১), সম্পাদনাগ্রন্থ: আবুল। মনসুর আহমদের আয়না : বিষয় ও প্রকরণ (২০০৮)। তিনি ১৯৬৬ সালে শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার রাজনগরে জন্মগ্রহণ করেন।