প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল্লাহ মির্জা
আমার লেখা কবিতা ১৯৯৪ সালে মাসিক জাগো মুজাহিদ পত্রিকায় প্রথম ছাঁপা হয়। ঐ বছর মাসিক মদিনাতেও একটা কবিতা ছাঁপে। এভাবে ডজন খানেক কবিতা মুদ্রিত হলে আগ্রহ মিটে যায়। পরে ইনকিলাব, মুসলিম জাহান, আল কাউসার, রহমত পত্রিকা, মাদরাসার স্মারক সংখ্যা ও বিভিন্ন সাহিত্য সাময়িকিতে ডজন খানেক ছোট গল্প ও সেই সংখ্যক প্রবন্ধ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। ২০০৬ সালে বই মেলায় বের হয় 'আলোকবর্তিকা' নামে আমার প্রথম কাব্যগ্রন্থ। দুঃখজনক যে আমি কবিতার পাঠক পাইনি। পেয়েছি অবহেলা। ২০০৯ সালে বের হয় 'দিলখোশ শিশুতোষ' নামে বাচ্চাদের হাসির ছড়ার একটা বই। এ বই পরিচিত পরিসরে যারা পড়েছে অনো হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। সেটা ছিল আমার পরম পাওয়া। আমার বংশে আমার বড়চাচা ও রাঙাচাচা প্রবন্ধ নিবন্ধ লিখতে অভ্যস্ত ছিলেন। এছাড়া আমার মেজ মামা ও আলমাস মামা প্রতিভাবান কবি ছিলেন। আমি খেয়ালি মানুষ। যখন ছন্দ কবিতা লিখেছি তখনও পূর্বেকার কবিদের ছন্দের গণ্ডিতে আবদ্ধ থাকা আবশ্যক বলে মনে করিনি। কাল্পনিক একটা উপন্যাসে যেসব উপাদান পাওয়া যায়, আমার বাস্তব জীবনে সেসব উপাদান আছে। তাই কথাশিল্পের জগতে আমার সত্য গল্প দিয়েই শুরু করছি যাত্রা। বর্তমানে তাফসির, হাদিস, ফিকাহ ও আরবি উচ্চতর অলংকার শাস্ত্র অধ্যপনা করা আমার পেশা।