প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোসাদ্দেক আহমেদ
মােসাদ্দেক আহমেদ-এর জনা রাজবাড়ী জেলায়। ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর; পিতা মরহুম মরগুব। আহমেদ ও মাতা আজিজুননেসা। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক। ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী মুখ; সেই অফুরান ধীশক্তির। স্ফুরণ ঘটেছে সৃজনশীল লেখালেখিতেও। লেখালেখির হাতেখড়ি আশির দশকের প্রারম্ভে; দীর্ঘ দু’যুগের অধিক লিখছেন দেশের শ্রেষ্ঠ। কাগজগুলােতে। প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৩; জীবনসম্পৃক্ত ‘ফাদার’ ও ছােটগল্পগ্রন্থ রাধাকৃষ্ণপালা। অথবা নদীর আখ্যান’ মােসাদ্দেক আহমেদ-এর দুটি উল্লেখযােগ্য সাহিত্যকর্ম।