clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Sayed Zuberi books

followers

আবু সাঈদ জুবেরী

আবু সাঈদ জুবেরী একথা ঐতিহাসিকভাবেই সত্য যে, মৃত্যুর অর্ধশতাব্দী পরও বাংলা ভাষায় মরমি কবি হাসন রাজার কোনাে পূর্ণাঙ্গ জীবনী ছিল না। ১৯৭৮ সালে কবির ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তধারার উদ্যোগে যে গ্রন্থটি প্রকাশিত হয়, সেই ছিল প্রথম জীবনপ্রামাণ্যপঞ্জি। লেখা বাহুল্য, মাঝারি কলেবরের ওই প্রকাশনা পরবর্তী ত্রিশ বছর প্রত্যক্ষ ও পরােক্ষ প্রবাহে বহু প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল লেখককে প্রভাবিত করেছে। যার নিদর্শন হাসন রাজার জীবন ও দর্শন নিয়ে লেখা একাধিক গ্রন্থে এখনও মেলে। বাংলা ভাষায় মরমি কবির প্রথম পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ প্রণয়নের এ কৃতিত্ব কথাশিল্পী আবু সাঈদ জুবেরীর। সত্তর দশকের এই কথাশিল্পীর জন্ম ১৩৬০ বাংলার ২০ পৌষ, সুনামগঞ্জ জেলায় দোয়ারাবাজার থানার দহালিয়া গ্রামে। ঘাটের নাম কাঞ্চনপুর, যেখানে এসে এখনও মুখ ভেজায় খাসিয়া জৈন্তা পাহাড়। বাবা : অধ্যক্ষ দেওয়ান মােহাম্মদ আজরফ । মা : সাজিদুন্নেসা খাতুন চৌধুরী। বাবা-মা’র কনিষ্ঠ সন্তান আবু সাঈদ জুবেরীর লেখাপড়া সিদ্ধেশ্বরী হাইস্কুল, কেকেএম কলেজিয়েট হাইস্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৭ সালে পেশা জীবন শুরু। অধুনালুপ্ত সাপ্তাহিক কিশাের বাংলা’র সহ-সম্পাদক পদে যােগ দেওয়ার পরবর্তী তিরিশ বছর সাংবাদিক হিসেবে তিনি মননশীলতার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন দৈনিক ও সংবাদ সংস্থায়। প্রধান সহ-সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক এবং বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এতদসত্ত্বেও পেশাগত পরিচিতি তার লেখক পরিচিতিকে ছাপিয়ে উঠতে পারেনি, কারণ কৃতিত্বের প্রতি সার্বক্ষণিক নিবিষ্টতা ও আনুগত্য।১৯৬৮ সালে প্রথম লেখা প্রকাশ দৈনিক সংবাদ-এর ‘খেলাঘরে। প্রথম গ্রন্থ : আকাশ কুসুম (১৯৭৮)। তার উল্লেখযােগ্য গ্রন্থ : হাসন রাজা, উজান ভাটি, ছায়াযুগল, মাছের মাগাে মাছের মা, কথাপাখির কাহিনী, আয়না কুটির, জুপিটারের মিশি, পরানপুরের পরী, জলপাহাড়ের পিচ্চি জংলি ।

আবু সাঈদ জুবেরী এর বই সমূহ

(Showing 1 to 27 of 27 items)

Recently Viewed