Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Biplop Dash books

follower

বিপ্লব দাশ

এক খাবলা টগবগে জীবনের নাম বিপ্লব দাশ। বাংলা ১৩৫১ সালের ৬ শ্রাবণ সকালে মিটফোর্ড হাসপাতালে জন্ম। গ্রাজুয়েট স্কুলে পড়ার সময় পালিয়ে সিনেমা দেখা ও বাউণ্ডুলেপনার শুরু। বখে যাচ্ছে- এ আশঙ্কায় বাবা পাঠিয়ে দিলেন কলকাতায়। সেখানে ভারত সেবাশ্রম সংঘের সাত্ত্বিক আহার আর ওম তৎ সৎ’-এরপূণ্যে। নাকি তার ডানহাত প্যারালাইজড হয়ে যায়। ঢাকায় ফিরে বাহাতে ম্যাট্রিক পরীক্ষা ফলাফল অসামান্য, অর্থাৎ থার্ড ডিভিশন। এর মধ্যে বাবা মারা গেলেন। ফলে পড়ালেখায় ইতি ঘটিয়ে চাকরি নিতে হলাে আরবান ডেভেলপমেন্টে ৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভিড়লেন। মহাজাতি সদনে তার মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্য ‘এক পথিকের গল্প’ সত্যজিৎ রায়ের প্রশংসা অর্জন করে। প্রয়াত বিপ্লব দাশের প্রথম গল্পগ্রন্থ ‘পঞ্চহরির শেষ বিবাহ। সদাশিবের সাঙ্গোপাঙ্গ’ কিশােরদের কাছে ভারী জনপ্রিয়। গুরুতর ও তুচ্ছ বিষয়কে ভয়ানক হাস্যকর করে তুলতে সিদ্ধহস্ত। প্রাণ-প্রাচুর্যের প্রতীক বিপ্লব দাশের পরিচিতি পান-ভােজন বিলাসী আড্ডাবাজ হিসেবে। চাকরি করেছেন যত, ছেড়েছেন আরাে বেশি। ফলে অর্থকষ্ট তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু ভেতরের আঙুর রসের প্রস্রবণে ভাটা পড়েনি। অসমাপ্ত পাণ্ডুলিপি “হুলাে কাণ্ড, যাবজ্জীবন ভালবাসা', 'বিপ্লব দাশ কহে', ‘বিপ্লব দাশ অমনিবাশ’, ‘প্রফেসর বিভ্রাট’, ‘মতির ভূত ও আমার ভবিষ্যত, ভবলীলা সাঙ্গভিলা, মেয়ে মানুষের শ্রীচরণ’, ‘চালচুলাের কাব্য' এবং তাঁর ভাষায় ‘চমকে ওঠা আত্মজীবনী 'বিপ্লবের আপাদমস্তক। মাত্র তিপান্ন বছর বয়সে (১৩ মে ১৯৯৭) তার জীবনাবসান ঘটে।

বিপ্লব দাশ এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed