প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সানোয়ার হোসেন
সানােয়ার হােসেন পিতা মৃত আব্দুর রহমান, মাতাসবুরা খাতুন। গ্রাম: আলী গ্রাম, ডাকঘর: গয়হাট্টা, উপজেলা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ। জন্ম ডিসেম্বর ১৯৭০। ছােট বেলা থেকেই লেখা লেখির প্রতি ঝোঁক ছিল। তাই সে শৈশব থেকেই বেঁছে নিয়েছিল সাংবাদিকতা। দৈনিক ইনকিলাব, সকালের খবর, দিনকাল, সাপ্তাহিক বৃহস্পতিবার। পাক্ষিক পল্লীবার্তা। একজন সফল সংগঠক। তাঁর প্রতিষ্ঠিত কলতান শিল্প গােষ্ঠী’ চট্টগ্রাম। দায়িত্ব পালন সাবেক সভাপতি ‘চলনবিল সাহিত্য সংসদ, উপদেষ্টা ‘নন্দন নাট্যদল’ ও সমগীত সংগীত বিদ্যালয়, সিরাজগঞ্জ । সাংগঠনিক সম্পাদক কিশাের কুড়ির মেলা। সাবেক ছাত্র সংসদ সদস্য সাহিত্য বিভাগ, সরকারী আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বর্তমানে সহ সম্পাদক সাপ্তাহিক চলনবিলের আলাে সহ সম্পাদক আলােকিত দেশ’ মাসিক ম্যাগাজিন। বিশেষ প্রতিনিধি ‘স্বাধীন বাংলা টেলিভিশন’ এছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় লেখালেখি করে চলেছেন। তার একক কাব্যগ্রন্থ ‘আলাে’ যৌথ কাব্য গ্রন্থ ৬টি ছােট গল্পগুচ্ছ ২টি। সম্পাদনা করেছেন ১টি ‘অল্প কথার গল্প আমার জানামতে লেখকের ‘পথের মানুষ’ ছােট গল্পগুচ্ছটি সরজমিনে ঘুরে বাস্তব। সত্যটাকে লেখনির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন বলে আমার বিশ্বাস। আশাকরি গল্প গুচ্ছটি পাঠক সমাজে সমাদৃত হবে। এ প্রসঙ্গে আমি সকল পাঠক-পাঠিকাদের উদাত্ত আহবান করি বই পড়ুন এবং লেখকদেরকে উৎসাহিত করুন। আলােকিত সমাজ গড়তে আপনাদের সহযােগিতার প্রত্যাশা রইল।