প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অধ্যাপক আয়াতুল্লাহ্ মুর্তাযা মুতাহ্হারী শহীদ অধ্যাপক আয়াতুল্লাহ্ মুর্তাযা মুতাহ্হারী ১৯২০ সালের ২০ ফেব্রুয়ারি ইরানের খোরাসান প্রদেশের ফারিমান নামক শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হোসাইন মুতাহ্হারী ছিলেন সে যুগের একজন বড় আলেম ও সাধক ব্যক্তি। ফারিমানে তিনি তাঁর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রথমে মাশহাদের ধর্মতত্ত্ব কেন্দ্রে এবং পরবর্তীকালে কোমে গমন করেন। ১৯৫২ সালে তিনি কোমের ধর্মতত্ত্ব কেন্দ্রে প্রসিদ্ধ অধ্যাপক হিসেবে গণ্য হন। এরপর তিনি তেহরানে চলে আসেন এবং 'মারভী' ধর্মতত্ত্ব কেন্দ্রে শিক্ষকতা, লেখালেখি ও বক্তৃতা প্রদানে আত্মনিয়োগ করেন। ১৯৫৫ সালে শহীদ মুতাহহারী তেহরান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদে অধ্যাপনা শুরু করেন। ১৯৬৯ সালে পাহলভী শাসনামলে আল্লামা তাবাতাবাঈ ও আয়াতুল্লাহ্ সাইয়্যেদ আবুল ফজল মুজতাহিদ জানজানীর আবেদনে সাড়া দিয়ে ফিলিস্তিনী জনগণের জন্য অর্থ সংগ্রহ ও হোসাইনিয়া এরশাদে বক্তৃতা প্রদানের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়। ইরানের ইসলামী বিপ্লব সংগঠনে আয়াতুল্লাহ মুতাহ্হারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিপ্লবের প্রায় তিন মাস পর তিনি ১৯৭৯ সালের ১ মে 'ফোরকান' নামক সন্ত্রাসী গ্রুপের আততায়ীর গুলিতে শাহাদাত বরণ করেন। শহীদ মুতাহহারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেদমত ছিল শিক্ষকতা, বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে ইসলামী আদর্শকে উপস্থাপন। তিনি বিভিন্ন মতবাদের বিষাক্ত সংক্রমণ থেকে ইসলামকে হেফাযত করতে শিখিয়েছেন। শহীদ মুতাহহারী তাঁর যুগের যাবতীয় বুদ্ধিবৃত্তিক প্রয়োজন পূরণ করার মতোই এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি কুরআন ও ইসলামের বস্তুবাদী ব্যাখ্যাকে প্রতিহত করেছেন। দর্শন, ইসলামী আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, তাফসীরে কুরআন, ইতিহাস, নৃবিজ্ঞান ইত্যাদি শাস্ত্রে আয়াতুল্লাহ মুতাহহারী তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন এবং অসংখ্য গ্রন্থ রচনা করে গেছেন। ইসলাম ও পাশ্চাত্য দর্শনের তুলনামূলক বিশ্লেষণ ও ধর্মতত্ত্বের মৌলিক বিষয়ে শহীদ মুতাহহারীর শতাধিক গ্রন্থ রয়েছে। তাঁর প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষিতরাও নির্ভেজাল ধর্মীয় শিক্ষার প্রতি আকৃষ্ট হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে বিদগ্ধ পণ্ডিতসমাজ আজ তাঁর গ্রন্থের সমঝদার পাঠক। আমরা মনে করি তাঁর সমুদয় লেখা বিভিন্ন ভাষায় অনূদিত হওয়া প্রয়োজন যাতে ফারসি ভাষাভাষী নন এমন চিন্তাশীল পাঠকবর্গ তাঁর জ্ঞান ও চিন্তাধারার মৌলিকতা এবং গভীরতা থেকে উপকৃত হতে পারেন।
(Showing 1 to 1 of 1 items)
demo content