প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জিয়া মাসুদ
'জিয়াউল হক মজুমদার (মাসুদ)। ১৯৬৭ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা গ্রামে জন্ম ।। 'বাবা মৃত: ডা: নুরুল হক মজুমদার এবং মা মৃত: রিজিয়া বেগম। দশ ভাই বােনদের মধ্যে সপ্তম জিয়া মাসুদ বাতিসা। প্রাইমারী স্কুলে প্রাথমিক, ইস্পাহানী পাবলিক স্কুল। ও কলেজে মাধ্যমিক (১ম বিভাগ, ১৯৮৩), ভিক্টোরিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক (১ম বিভাগ, ১৯৮৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ' (বিএ, ২য় বিভাগ, ১৯৯২), এমএ রাষ্টবিজ্ঞান (ঢা.বি অসমাপ্ত) শিক্ষা লাভ করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের মেধাবী ও পরিশ্রমী সংগঠক 'জিয়া মাসুদ ছােটবেলা থেকেই লেখালেখিতে হাতেখড়ি নেন। তবে ‘চৌদ্দকথাই তার প্রথম কাব্যগ্রন্থ। সুদীর্ঘ জীবনে হামলা, মামলা, কারাবাস, 'বােমা হামলাসহ অনেক ঘটনার শিকার তিনি। লেখালেখির পাশাপাশি বানিজ্যিক ভাবে ফুল চাষ নিয়ে সময় কাটে। স্ত্রী ডা: মীনা ও দুই ছেলে মহান এবং রুহান তার সহযােদ্ধা। কবিতা, গান, গল্প, নাটক, সিনেমা লেখায় তার ইচ্ছেগুলাে সদাসক্রিয়। ভাই, বােন, স্বজন, বন্ধুমহল ও অতীত সকল সহকর্মীর প্রতি তিনি চির কৃতজ্ঞ।। তিনি সকল পাঠকের দোয়া এবং প্রতিক্রিয়া প্রত্যাশী।