Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ahasanul Kobir Riton books

follower

আহসানুল কবির রিটন

আহসানুল কবির রিটন। জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্দার বাড়ির সম্রান্ত মুসলিম পরিবারে। পিতা মােহাম্মদ আবুল হাসেম এবং মাতা মনােয়ারা বেগম। বাবা ছিলেন সরকারি। কর্মকর্তা, মা গৃহিণী। তিন ভাই, দুই বােনের মধ্যে রিটন সবার বড়। শৈশবে ছন্দ নিয়ে খেলতে খেলতে ছড়ার সাথে তার মিতালী হয়। চট্টগ্রামের বহদ্দারহাট ওয়াপদা কলােনি প্রাইমারি স্কুলে পড়াকালীন গৃহ শিক্ষক প্রয়াত শ্রদ্ধেয় রক্ষিত কুমার বড়ুয়া ও বাবা আবুল হাসেমের অনুপ্রেরণায় শুরু লেখালেখি। যাদের কাছে তার অনেক ঋণ। ১৯৮৮ সাল থেকে দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ছাড়াও বিভিন। সংকলনে ছাপা হয়েছে তার বেশকিছু ছড়াকবিতা, লিমেরিক ইত্যাদি। লেখালেখির সুবাদেই ২০০০ সাল থেকে দৈনিক প্রথম আলাে, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক নয়াবাংলাসহ বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। ২০০৫। সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত। বাংলাদেশ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে যােগদান করেন। বর্তমানে একই পত্রিকায় স্টাফ রিপাের্টারের দায়িত্ব পালন করছেন। ইসলামের ইতিহাস বিষয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ।। পেশাগত জীবনে তাঁর লেখায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, চট্টগ্রামের গণহত্যা, সমকালীন বিষয়-আশয়, নাগরিক দুর্ভোগ এবং সমাজের নানাদিকও উঠে এসেছে ।।

আহসানুল কবির রিটন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed