প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সুপ্তা বৈদ্য
সুপ্তা বৈদ্য’র জন্ম ঊনত্রিশ কার্তিক তেরােশ নব্বই বঙ্গাব্দ। সিলেটের মালনীছড়া চা বাগানের সবুজের সীমানায় বেড়ে ওঠা। বাবা বীরেন্দ্র কুমার বৈদ্য ও মা অৰ্পনা বৈদ্য। পড়ালেখা সমাজ বিজ্ঞানে স্নাতক। বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। বর্তমানে জনপ্রিয় ও পর্যটন ভিত্তিক অনলাইন পত্রিকা ‘শ্রীভূমি সিলেট (www.sreevumisylhet.com) 45 সম্পাদনা করছেন। প্রকৃতির প্রতি গভীর ভালােবাসা থেকেই লেখালেখির সূচনা। পরবর্তীতে তার সাথে যােগ হয়েছে আরাে কিছু অনুষঙ্গ। মানব প্রেম, প্রকৃতি প্রেম, ঋতু বৈচিত্র ইত্যাদি তার লেখায় উঠে এসেছে। অনিবার্যভাবেই। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। ইতােপূর্বে দৈনিক প্রথম আলাে বন্ধুসভায় প্রকাশিত তার লেখা ‘শিশিরের মূলে সাতকাহন ফিচারটি সেরা ফিচার হিসেবে বিবেচিত হয়েছিল। চন্দ্রাবলী’ তার প্রথম এবং একটি ব্যতিক্রমী কাব্যগ্রন্থ। ইতােপূর্বে পর্যটন বিষয়ে তার আরেকটি বই ‘শ্রীভূমি সিলেট প্রকাশিত হয়েছে।