প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফাইজুস সালেহীন
অলৌকিক বাহন ফিটোয় চড়ে রিমি আর রাজু হঠাৎ চলে যায় অজানা এক রহস্যপুরীতে। সেখানে দেখা পায় জ্ঞান ও সৌন্দর্যের দেবী মিনার্ভার। মিনার্ভা বন্ধু হয়ে যায় ওদের। গ্রিক পুরাণের এই দেবী ওদের নিয়ে যান আদিম মানুষের জগতে। সেখান থেকে সােজা অলিম্পাস পাহাড়চূড়ায়, | দেবালয়ে। ওদের স্বাগত জানান অপরূপা ভিনাস। এর পরই শুরু হয় এক অভাবিত রােমাঞ্চকর অভিযান। সেই অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পদে পদে শিহরণ, বিস্ময় আর আনন্দ। কথাশিল্পী ফাইজুস সালেহীন খুব দরদ দিয়ে লিখেছেন মজার এই বই। পেশায় সাংবাদিক এই লেখকের জন্ম ১৯৫৭ সালে, ময়মনসিংহের গফরগাঁওয়ে, ব্রহ্মপুত্রের পাড়ে। তিনি ছােটদের জন্য যেমন লেখেন দারুণ মজার লেখা, তেমনি হাতযশ তার ছােটগল্প ও উপন্যাসে। প্রবন্ধও লেখেন সমানতালে। সাতার, সকোর পরে সবুজ গ্রাম, বাঁশি বাজে পরী নাচে, সময়ের কাঠগড়া, বিরহ বিজয়, দখিনের জানালা, রক্তেভেজা ভালবাসা প্রভৃতি তার উল্লেখযােগ্য গ্রন্থ।