প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মণিলাল খান
গত শতকের ষাটের দশক থেকে পত্র পত্রিকায় লেখালেখি। বসুমতী, আনন্দবাজার, সচিত্র ভারত, অমৃত, দেশ, স্যমীক, গণশক্তি, সময়-অসময়, তত্ত্বমসি, ঋদ্ধি, বাংলাদেশ ফোকলোর সোসাইটির মুখপত্র ‘ফোকলোর’, কলিকাতা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের মুখপত্র ‘বাংলা সাহিত্য পত্রিকা’, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের ‘লোকদর্পণ’ প্রভৃতি উল্লেখযোগ্য। গবেষণা কর্মের স্বীকৃতি পি.এইচ.ডি. ১৯৭১ এবং ডি.লিট. ১৯৮৭ সাল। কর্মজীবন - শিক্ষকতা রহড়া শ্রীরামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয়, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবং শেষে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান। সেখান থেকেই অবসর। প্রয়াত কৃষ্ণচন্দ্র খানের চতুর্থ পুত্র, অধুনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা।