clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tanzil Remon books

followers

তানজিল রিমন

জন্মদিন: ৪ মে, ১৯৮৮ ।লেখালেখির শুরুটা হয়েছিল দেয়ালিকায়। স্কুলে পড়াবস্থায় প্রতি সপ্তাহে দেয়ালিকা তৈরির দায়িত্বটা তারই ছিল। প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত নিয়মিত এই দেয়ালিকায় লেখা ও আঁকার কাজ চলেছে। পত্রিকার পাতায় প্রথম লেখা ছাপা হয়েছিল তৃতীয় শ্রেণিতে পড়াবস্থায় ব্র্যাক থেকে প্রকাশিত ‘আলো’ নামে পত্রিকায়। এরপর আঁকাআঁকি চললেও বন্ধ হয়ে যায় লেখালেখি। একসময় আঁকাআঁকিও বন্ধ হয়ে যায়। এরপর সারাদিন খেলা নিয়ে মত্ত থাকেন বন্ধুদের সঙ্গে। শিশু-কিশোরদের নিয়ে গড়ে তুলেন ‘ফুটতে দাও ফুল’ নামে একটি সংগঠন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছোটদের মাঝে বই পড়ার অভ্যাস করতে নিজের সংগ্রহে থাকা বই দিয়ে একটি পাঠাগারও নির্মাণ করেন। ছোটদের আখড়া ‘ফুটতে দাও ফুল’ খেলাধুলা, পড়াশোনা, লেখালেখি, পাঠাগার, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ থাকে। প্রতি সপ্তাহে সাহিত্য আসরসহ বিভিন্ন আয়োজন করতেন তিনি। ছোটদের প্রতিভার বিকাশ ঘটাতে নিয়মিত কার্যক্রম চালান এ সংগঠনের মাধ্যমে। ফটোকপি করে ‘ফুলকলি’ নামে ছোটদের উপযোগী পত্রিকাও প্রকাশ করেছেন স্কুলে পড়াবস্থায়। নয়টি সংখ্যা বের হয়েছে পত্রিকাটির। ছোটদের প্রভিতা বিকাশে প্রতি বছর ‘শিশু উৎসব’ করছেন শেরপুর জেলার শ্রীবরদীতে। শ্রীবরদী সদরে এস.এম. হাফিজুর রহমান লাভলু ও মোছা. শিউলি বেগমের ঘরে তার জন্ম। বেড়ে উঠা ও এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন গ্রামেই। এরপর পড়াশোনার জন্য রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তানজিল রিমন মূলত ছোটদের জন্য লিখেন। লেখালিখি আর সাংবাদিকতার ঝোঁক ছোট থেকেই। প্রায় সব ক’টি জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় ছড়া ও ফিচার লিখেছেন। আর স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ঢাকায় এসেই যুক্ত হন প্রথম আলোর সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই তিনি প্রথম আলোর ঢাকায় থাকি বিভাগে সাংবাদিকতা শুরু করেন। সংবাদ আর ছবির খুঁজে ছুটেছেন রাজধানীর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে। সাড়ে তিন বছর ঢাকায় থাকিতে কাজ করেছেন তিনি। বর্তমানে প্রিয়.কম-এ সহকারী বার্তা সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন। তার প্রকাশিত প্রথম বই ‘এক তালি ভাই বল্টু। ছোটদের ছড়া-কবিতার বইটি প্রকাশ হয় ২০১২ সালে। ওই বইমেলায় প্রথম বই ক্যাটাগরিতে ‘ছোটদের মেলা সেরা বই’ হিসেবে নির্বাচিত হয়। ২০১৩ সালে প্রকাশ হয় কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’। বইটি বইমেলায় ব্যাপক সাড়া জাগায় এবং মেলায়ই প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। তৃতীয় বই শিশুতোষ রচনা ‘তোমার সঙ্গে আড়ি’ প্রকাশিত হয় ২০১৫ সালে। ২০১৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তানজিল রিমনের চতুর্থ বই মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’।

তানজিল রিমন এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed