প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ. এস. রিপন
এ. এস. রিপন। পৈতৃক বাড়ি-বিক্রমপুর, লৌহজং থানার 'ধাইদা' গ্রাম। ছেলেবেলার কিছুটা সময় কেটেছে বরগুনা শহরে। তারপর থেকে ধারাবাহিকভাবে ঢাকায়। ঢাকার 'মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়' থেকে এস.এস.সি এবং 'সরকারি বিজ্ঞান কলেজ' থেকে এইচ.এস.সি। পরবর্তী পড়াশোনা 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়'। অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স 'এসিস্ট্যান্ট রিসার্চ অফিসার' হিসেবে BIDS-এ তার কর্মজীবন শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বর্তমানে তিনি উত্তরা ব্যাংকে 'প্রিন্সিপাল অফিসার' হিসেবে কর্মরত। এরমধ্যে বহু জেলা ঘুরেছেন। ভ্রমণ এবং লেখালেখি তার শখ। তার লেখা ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে প্রকাশিত তার গল্পের বই 'ছায়ামানব' এবং উপন্যাস 'মায়াবী সময়' ও 'অচেনা ভুবন'- পাঠক মহলে বেশ প্রশংসিত হয়েছে। ব্যাংকের ব্যস্তজীবনের পাশাপাশি তিনি নিয়মিত লিখে যাচ্ছেন।