প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
নিশাত তাবাসসুম প্রাপ্তি
নিশাত তাবাসসুম প্রাপ্তি অর্থ হাসি খুশি পাওয়া। নামের শব্দ চয়নেও যিনি অনন্য। নেত্রের এই কন্যার জন্ম ২০০১ সালের ১০ নভেম্বর নেত্রকোণা জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। ছােট্ট প্রাপ্তি বড় হবার জীবনব্যাপী জীবনকে অনুসন্ধান করতে গিয়ে সাহিত্যের মতাে অমরত্বের দিকে অগ্রসর হন। শিল্পাচার্যে জীবনকে চিত্রের পটে আঁকা হয়তাে তার পক্ষে অসম্ভব ছিল। তাই নিঃশব্দে হাতে তুলে নেন কলমকে। সেই কলম যা আজন্মই চির অমর। কলমের কালিতে কখনও বয়সের ছাপ থাকে না। থাকে শুধু কাগজে কাগজে শব্দের তৈরি অনুভূতির আহুতি। নেত্রের এই কন্যা শৈশব থেকেই সাহিত্যের সুধা কে জীবনে লালন করেছিলেন। মাত্র ৯ বছর বয়সে স্থানীয় ভাবে প্রকাশিত “ছড়ায় ছন্দে” (২০১০) কাব্যগ্রন্থে তার বাংলা সাহিত্যে অভিষেক ঘটে। তারপর সুদীর্ঘ সময়ের পর মাত্র ১৭ বছর বয়সে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তিনি লিখেছেন “চাইল্ড এ্যাকশন” (২০১৮) নামের সাইন্স ফিকশন উপন্যাস। আবারও মানবতা মুক্তির লক্ষ্যে যুক্তি আর তর্কে অভ্রভেদী গুঞ্জন নিয়ে প্রকাশিত হয়েছে প্রাপ্তির উপন্যাস “নরক নন্দিনী” (২০২০)।