প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শৌফিক বাবু
জন্ম ১৯৮০ সালের ২ মার্চ। পড়াশোনা করেছেন ঢাকা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। টানা ১৯ বছর পরে লেখালেখি ও অনুবাদ কর্ম করে যাচ্ছেন। কালি ও কলম, নতুন এক মাত্রা, শব্দঘর, ঘাসফুল, উলুখাগড়া ও ভােরের পাতাসহ জাতীয় দৈনিকে অনবরত লিখে যাচ্ছেন। তাঁর অনুবাদ বইয়ের মধ্যে রয়েছে বড় পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদির জিলানী”-এর অনুবাদ, অরূপের রূপ’, ‘দ্য সাবটেল আর্ট অব নট গিভিং এ ফাক' ও 'রবার্ট ফ্রস্টের শ্রেষ্ঠ কবিতা'। তিনি একজন সুসাহিত্যিক ও নাট্যকার। তাঁর প্রণয়িণী স্ত্রী মাহবুবা শাহরিন ও একমাত্র আদরের মেয়ে তাজকিয়া ইসলাম আরিশাকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিসর্গ ক্যাম্পাসে তাঁর বাস।