clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Hena Mostofa Kamal Pintu books

follower

আবু হেনা মোস্তফা কামাল পিন্টু

আবু হেনা মোস্তফা কামাল পিন্টু ১৯৭৫ সালের ৮ জুন রবিবার তৎকালীন বৃহত্তর খুলনা জেলা এবং বর্তমান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। মা অজুফা সুলতানা (পারুল) ও বাবা মো. মুনসুর আলী'র দুই ছেলেমেয়ের বড় সন্তান আবু হেনা মোস্তফা কামাল পিন্টু। শৈশব, কৈশোর, তারুণ্য সবক'টি অধ্যায়ই কেটেছে খুলনা শহরে। সেন্ট জোসেফস্ হাই স্কুল, খুলনা পাবলিক কলেজ হয়ে সরকারি বি. এল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে বিভিন্ন সময়ে স্বল্প, মাঝারি এবং লম্বা ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে গভীরভাবে অবলোকন করেছেন প্রকৃতি। একদিকে রাখালের সঙ্গী হয়ে মোষের দলের সাথে দিনভর কাটিয়েছেন, মলন মলার সময় মোষের পালের লেজ ধরে হাজার ঘুর ঘুরেছেন অন্যদিকে ভোর রাতে কবরস্থানের পাশ ঘেঁষে কুলতলায় গিয়ে তাজা ভেজা বকুল কুঁড়িয়েছেন। শীতের ভোরে চুপিসারে দরজার হাক খুলে সাজাল পোহাতে গিয়েছেন। এমন হাজারো টুকরো ঘটনাকে জীবনের সঞ্চয় শুধু নয়, সম্পদের মর্যাদায় রেখেছেন। এ সম্পদের কাঁধে চেপে লেখালেখির নেশায় আসক্ত হওয়া। ব্যক্তিজীবনে আত্মকেন্দ্রিক নাকি বন্ধুবৎসল এটা আজও নির্দিষ্ট করা যায়নি। যে কোন স্তরের মানুষের সাথে ভাল ব্যবহার করা এবং দিনশেষে সবাইকে ক্ষমা করে দিতে পারার মধ্যে আনন্দ খুঁজে পান। খুব সচেতনে অহং এড়িয়ে চলেন। স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার।

আবু হেনা মোস্তফা কামাল পিন্টু এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed