প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুল মতিন লস্কর
ড. আব্দুল মতিন লস্কর আসামের কাছাড় জেলার সোনাই-এর মাধবচন্দ্র দাস কলেজে অধ্যাপনারত। জন্ম ১৯৭৫ সালের ১লা মার্চ কাছাড়ের ভৌগোলিকভাবে প্রান্তিকায়িত বিদ্রোহীপার গ্রামে। আসাম বিশ্ব- বিদ্যালয় থেকে এম.এ. বি.এড, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ড. লস্কর ছোটোবেলা থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত। তাঁর হাত ধরে প্রকাশিত হয়েছে বার্ষিক মুকুট, মাসিক চর্যাপদ, মাসিক বেকার বার্তা, সাপ্তাহিক সংহতি বার্তা। এছাড়াও ষান্মাসিক অন্বেষা সহ যুক্ত রয়েছেন মাসিক দিগন্তিকা এবং কলকাতা থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা স্বরান্তর-এর সহ-সম্পাদকদের একজন হিসেবে। বরাক এবং বরাকের বাইরে বিভিন্ন লিটিল ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। বাংলাসাহিত্যে ওয়ালী- উল্লাহ গবেষক হিসেবে তাঁর পরিচয় রয়েছে। শুধু তাই নয়, সাহিত্যের বাইরেও সামাজিক সংগঠন 'নবপ্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি'-র মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সাহায্যে একাধিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন। এই তরুণ লেখক মনে-প্রাণে বিশ্বাস করেন: জীবন জীবনের জন্যে, মানুষ মানুষের জন্যে।