প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবেদীন পলাশ
আবেদীন পলাশ পিতা- মোঃ তনছের আলী, মাতা- মোসা- রওশন আরা। তিনি নওগাঁ জেলার ধামইর হাট থানার অন্তর্গত জগদল গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা: M.Sc Zoology MBA Marketing বর্তমানে LLB তে অধ্যয়নরত। শৈশব যা এক বর্ণিল আঙ্গিনা, হাঁটি-হাঁটি পা-পা করেই যৌবনে পদার্পন। মন যদি হয় সৃষ্টি শৈলী তবে লিখনির মাঝেই জীবনকে প্রস্ফুটিত করা যায়। স্বার্থ আজ এখানে কথা বলে না গোধূলী বেলার আঙ্গিনা ছুঁয়ে। লেখক কেবল নিঃস্বার্থ, সৃষ্টি পথে হেঁটে চলেছেন। মনো-গহীনের বীনার তার আজ আর লুকানো যাবে না, রাতের গভীরে ভরা শিউলীর প্রান্তে। সৃষ্টি সব মনে কড়া নাড়ে না, যদি না সেখানে বসন্ত ছুঁয়ে দেয়। লেখক নিভৃতে ছুটে চলেছেন পাতা ঝরা প্রান্তে সৌরভ ছড়াতে। আমি আস্তা রাখি এ সৃষ্টি পাঠক মনকে নিভৃতে গহীনে ছুঁয়ে দিবে। তিনি প্রথম আলো বন্ধুসভার একজন সদস্য, কবি সংসদ বাংলাদেশ-এর স্থায়ী সদস্য। আমি স্বার্থক যদি কোন মনকে উষ্ণতা দিতে পারে। আবারো আমি এমন সৃষ্টি প্রত্যাশায় ও মঙ্গল কামনায়-