Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Mumin Mamun books

follower

আবদুল মুমিন মামুন

আবদুল মুমিন মামুন জন্ম: ২৮ মার্চ, ১৯৭০। স্থান: কালিজুরী (সরদার পাড়া) বিশ্বনাথ, সিলেট। পিতা: মরহুম সিকান্দর আলী মাতা: মরহুম রইসুন্নেসা নয় ভাই-বোনের মধ্যে সবার ছোটো। বড়োভাই জনাব আবদুস আবদুস সবুর মাখন বিশিষ্ট কবি, গীতিকার ও সাব-এডিটর, দৈনিক সিলেটের ডাক। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে ছড়া-কবিতা দিয়েই লেখালেখি শুরু। স্থানীয় ও জাতীয় পত্র- পত্রিকাসহ বিভিন্ন ছোটোকাগজে প্রকাশিত লেখার সংখ্যা পাঁচ শতাধিক। সত্য, সুন্দর ও সংগ্রামী চেতনায় উদবোদ্ধ, প্রেম-বিরহের দোদুল্যমান সময়কে অতিক্রম করার প্রচেষ্টা সর্বদাই তাঁর কবিতার বিবেচ্য বিষয়। দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি মুরারিচাঁদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান অসমাপ্ত রেখেই উচ্চ শিক্ষার্থে সোভিয়েত ইউনিয়ন গমন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন। পেশায় শিক্ষক। ১৯৯৬ খ্রিস্টাব্দের ১ এপ্রিল দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিশেবে যোগদান করে একই পদে ১৬ বছর সাত মাস শিক্ষকতা শেষে ২০১২ খ্রিস্টাব্দের নভেম্বরে চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হিশেবে যোগদান করে অদ্যাবধি নিয়োজিত। বিভিন্ন সময় ভ্রমণ করেন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ১৯৯১, যুক্তরাজ্য ২০০৫ ও ২০০৭, ভারত (দার্জিলিং) ২০১৬। সহধর্মিণী কানিজ ফাতেমা। কন্যা হুমায়রা নুস্রাত মৌমি ও পুত্র তাহমিদ আল আবিরকে নিয়ে তাঁর পরিবার। সম্মাননা: মাকুন্দা পদক (২০১৫), জয়বাংলা সাহিত্য পদক (২০১৫) পূর্ববর্তী কবিতাবই: তবুও সুন্দর পৃথিবী সুন্দর (১৯৯১)

আবদুল মুমিন মামুন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed