Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Hazrat Ayatullah Jaoyadi Amoli books

follower

হযরত আয়াতুল্লাহ্ জাওয়াদী অমোলী

১৯৩৩ খ্রিস্টাব্দে ইরানের উত্তরাঞ্চলের অমোল শহরে একটি সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মীর্যা আবুল হাসান জাওয়াদী আমোলী একজন উঁচু স্তরের আলেম ছিলেন। আয়াতুল্লাহ অমোলী তাঁর বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে ধর্মীয় বিষয়ে পড়াশোনায় মনোনিবেশ করেন। তিনি তাঁর পিতা ও অন্যান্য স্বানামধন্য আলেমগণের তত্বাবধানে পাঁচ বছর ধর্মীয় বিষয়ের প্রাথমিক শিক্ষা অর্জ্ন করেন। এরপর ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি তেহরান গমন করেন। সেখানে শেখ মোহাম্মদ তাকী অমোলী, আল্লামা শেখ আবুল হাসান শা‘রানী এবং মোহাম্মদ হোসাইন ফাযেল তুনী প্রমুখ বড় বড় আলেমের ক্লাসে উপস্থিত থেকে ফিকাহ্শাস্ত্রের পাশাপাশি দর্শ্ন ও রহস্যবিদ্যা সম্পর্কিত জ্ঞান অর্জ্ন করেন। আয়াতুল্লাহ্ জাওয়াদী অমোলী ১৯৫৫ সালে কোমে গমন করেন। সেখানে তিনি তৎকালীন সময়ের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ হোসেইন রোরুজেরদী , আয়াতুল্লাহ মোস্তাফা মোহাক্কেক দামাদ, আয়াতুল্লাহ মীর্যা হাশেম অমোলী, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী ও আয়াতুল্লাহ মোহাম্মাদ হোসেইন তাবাতাবায়ীর অধীনে দ্বীনী শিক্ষার সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা লাভ করেন। নিজে জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি ধর্মীয় শিক্ষার ক্লাস নিতে শুরু করেন। ১৯৭৬ সাল থেকে তিনি নিয়মিত কোরআনের তাফসীরের ক্লাস নেয়া্ শুরু করেন যা অদ্যাবধি অব্যাহত রয়েছে। হযরত আয়াতুল্লাহ্ আবদুল্লাহ জাওয়াদী অমোলী কোরআন মজীদ, দর্শ্ন, আইন ও রহস্যবিদ্যা সম্পর্কিত অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তাঁর প্রণীত কোরআন মজীদের তাফসীর গ্রন্থটির নাম ‘তাসনীম’। এ পর্যন্ত এ গ্রন্থটির ৪৩টি খন্ড ফারসী ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি কোরআন মজীদের বিষয়ভিত্তিক তাফসীরও রচনা করেছেন।

হযরত আয়াতুল্লাহ্ জাওয়াদী অমোলী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed