প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবু আফজাল সালেহ
আবু আফজাল মোহাঃ সালেহ। লেখক নাম: আবু আফজাল সালেহ। কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক। ১৯৮১ সালের ১০ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনার পার্শ্ববর্তী নিভৃত গ্রাম মদনায় জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম। মাতা শাহিদা বেগম গৃহিণী। দুই মেয়ে প্রভা সালেহ ও নোভা আহমেদ। মোছাঃ আনজুমান আরা পারু সহধর্মিণী এবং তিনি গৃহিণী। পেশাগত জীবনে তিনি উপ-পরিচালক (বিআরডিবি) হিসেবে কর্মরত। বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটলম্যাগে নিয়মিত কবিতা ও কলাম/প্রবন্ধ লিখে থাকেন। বর্তমানে তাঁর লেখা নিয়মিত দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে। ১৯৯৯ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ (পূর্বে সাপ্তাহিক ছিল) এবং চুয়াডাঙ্গার দৈনিক 'মাথাভাঙ্গা' পত্রিকায় সাংবাদিকতা ও ফিচার/ কলাম লেখা দিয়ে তার লেখালেখি শুরু। ২০০১ সালে 'সালেহ'র কবিতা' নামে তাঁর প্রথম কবিতাগ্রন্থ আত্মপ্রকাশ করে। মাঝে বেশ কিছুদিন বিরতি দিয়ে ভ্রমণফিচার নিয়ে জাতীয় পত্রিকায় পুনরায় লেখালেখি শুরু করেন। ইতোমধ্যে বহু যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। শ্রদ্ধেয় দাদা মরহুম নজির আহমেদ কবির লেখালেখিতে অনুপ্রেরণা দিতেন। কবিতা লেখার হাতেখড়ি হয়েছিল দর্শনার দুইজন ব্যক্তি- একজন ছড়াকার মরহুম সাইদুল্লাহ আল সাহেদ আর একজন মোস্তাক আহমেদ এর মাধ্যমে।