clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Farid Ahmed books

followers

ফরিদ আহমেদ

প্রগতিশীল লেখক ফরিদ আহমেদ ১৯৬৭ সালের ১লা জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। লেখালেখি শুরুর পূর্বে তিনি কিছুকাল শিক্ষকতাও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পর স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত ‘ওয়েইন স্টেট ইউনিভার্সিটি’তে এমবিএ করতে চলে যান। উচ্চশিক্ষা শেষে দেশে এসে অধ্যাপনায় যোগ দেন ফরিদ আহমেদ। প্রাথমিকভাবে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। মুক্তবুদ্ধি চর্চা এবং প্রগতিশীল চিন্তাভাবনার পাশাপাশি তিনি চমৎকার আবৃত্তিও করতেন। প্রগতিশীল ঘরনার লেখালেখির জন্য প্রাণনাশের হুমকি পেয়ে দেশত্যাগ করেন। বর্তমানে কানাডায় বসবাস করছেন এবং ‘কানাডা রেভিনিউ এজেন্সি’তে কাজ করছেন। এর পূর্বে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন। ফরিদ আহমেদ এর বইগুলো প্রগতিশীলতার কথা বলে, যুক্তি ও মুক্তবুদ্ধি চর্চার কথা বলে। তিনি প্রয়াত লেখক অভিজিৎ রায়ের প্রতিষ্ঠিত ‘মুক্তমনা’ ব্লগের সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। মুক্তমনা ব্লগের প্রভাব, বৈজ্ঞানিক ও যৌক্তিক ভাবনার আবেশ ধারণ করে আছে ফরিদ আহমেদ এর বই সমূহ। ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ইলেকট্রা’, ‘বিস্ময়কর নোটবুক’, ‘বিজ্ঞান ও ধর্ম’, ‘ফরিদ আহমেদের প্রকাশনামা ও হুমায়ূন আহমেদ’ ইত্যাদি হলো ফরিদ আহমেদ এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য কিছু নাম। লেখক বর্তমানে মুক্তমনা ব্লগের একজন মডারেটর হিসেবে কাজ করছেন।

ফরিদ আহমেদ এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed