প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ওমর শাহ
ওমর শাহ’র জন্ম কুমিল্লা জেলার ময়নামতি ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামে। ১৯৯২ সালের ১৩ সেপ্টেম্বরে। বাবা শাহ আলম এবং মা শাহানারা বেগম। তিনভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। প্রাথমিক পড়াশোনা ও বেড়ে ওঠা নিজ গ্রামে। ২০০৫ সালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য ঢাকায় পা রাখেন। টানা আট বছর কাটিয়ে দেন শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়। দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) শেষ করেছেন এ প্রতিষ্ঠান থেকেই। তারপর কর্মজীবনের পা ফেলা। শখ ও নেশা থেকে শুরু করেন সাংবাদিকতা। ২০১৪ সালে লেখালেখি ও সাংবাদিকতার মধ্যদিয়ে তার কর্মজীবন শুরু। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে লেখালেখির পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশের একমাত্র দাওয়াহভিত্তিক অনুবাদ-ম্যাগাজিন মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদনার দায়িত্ব পালন করছেন। সহসম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান সম্পাদিত আমাদেরসময়ডটকম ও দৈনিক আমাদের অর্থনীতি’র। দৈনিক আমাদের নতুন সময়ের ধর্মপাতা ‘ইসলামি চিন্তা’রও সম্পাদনা করেছেন। জীবনটা শুরু করেছেন লেখালেখি, সাংবাদিকতা ও সম্পাদনার মধ্যদিয়ে। লেখালেখির মাঠেই তিনি জীবনের স্বার্থকতা খোঁজেন। চেতনায় ইসলাম ও মুসলিম উম্মাহ। ভালোবাসেন প্রকৃতির সঙ্গ। ‘যে জীবন আসমানের’ তার প্রথম বই। এমন আরও বই তিনি আমাদের উপহার দেবেন এই প্রত্যাশা রাখি প্রিয় লেখকের কাছে।