প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবিদুল ইসলাম রিমন
কবি বলেছেন, পরিবারের বড় ছেলেদের নিয়ে নাটক হয়; আর ছোট ছেলেরা নাটক করে। কোন কবি বলেছিলেন তা জানি না। তবে এটা জানি একজনের বেলায় কথাটা শতভাগ সত্য। সে রিমন। আবিদুল ইসলাম রিমন, আমার বন্ধু। ও' মূলত নাটক করে। তবে সরাসরি করে না। ঘুরিয়ে পেঁচিয়ে করে। ঘুরিয়ে পেঁচিয়ে যারা নাটক করে ইউরোপ-আমেরিকায় তাদের বলে স্ট্যান্ডআপ কমেডিয়ান। আমার বন্ধু রিমন দেশব্যাপী পরিচিত স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে। এনটিভির কমেডি রিয়েলিটি শো 'হা-শো' সিজন-৪-এ স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে পারফর্ম করেছে। পারফর্ম করেছে বিটিভিসহ দেশ সেরা সব টেলিভিশন চ্যানেলে। এছাড়া সারা দেশে মহাসমারোহে নিত্যনতুন জোকস নিয়ে স্টেজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস লিখে তরুণীদের হৃদয় কাঁপাচ্ছে রিমন। কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিনসহ প্রথম সারির সব জাতীয় পত্রিকায় রম্য লিখেছে এই সিলেটি ফুয়া। এনটিভি অনলাইনের 'হাস্যরস'-এ প্রকাশ হওয়া ওর একাধিক লেখা সর্বাধিক পঠিত ও গুগল এলেক্সা র্যাংকিংয়ে উপরের দিকে জায়গা করে নিয়েছে। পাশাপাশি টিভি অনুষ্ঠানের জন্য লিখে যাচ্ছে স্ক্রিপ্ট। রিমন শুধু নাটকই করে না, পড়ালেখাও করে। পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া নওয়া গ্রামে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ রিমনের জন্ম। হাফিজ ফয়জুর রহমান-হাজেরা বেগম দম্পতির তিন ছেলের মধ্যে সবার ছোট রিমন। প্রফেশন হিসেবে বেছে নিয়েছে লেখালেখি এবং স্ট্যান্ডআপ কমেডিকে। বন্ধুদের মন ভালোর কারণ রিমনকে দেখে আমার "হিংসে হয়"। আপনাদেরও কি "হিংসে হয়"? মুহাম্মদ আসাদুল্লাহ্, লেখক ও সাংবাদিক