Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Pranab Bandhu Nath books

followers

প্রণব বন্ধু নাথ

২০০৮/২০০৯ এর দিকে আউটসাের্সিং এর দুনিয়ায় বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন থেকেই প্রনব বন্ধু নাথ (বন্ধু তুহিন) আউটসাের্সিং নিয়ে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বন্ধু তুহিন জড়িত আছেন ওয়েব ডেভেলপমেন্ট, শিক্ষকতা এবং (sb) প্রাঙ্গণেমাের নাট্য দলের (sb) সাথে থিয়েটার চর্চা নিয়ে, তারই পরিপ্রেক্ষিতে কম্পিউটার আউটসাের্সিং। বিষয়ে বিস্তর গবেষণা এবং কর্মশালা, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তাঁর তৈরি দেবী-টেলিভিশন নামক ইউটিউব চ্যানেলটি প্রায় ১ লক্ষ ৩০ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে চলেছে। নিতান্ত এক্সিপেরিমেন্ট করতে বসে দেবী- টেলিভিশনের যাত্রা শুরু হয়। এখন এটি প্রফেশনাল হয়ে যাবার পর্যায়ে। লন্ডনে এম ইউ ও সাই-টেক কলেজে যথাক্রমে মাস্টার্স ও পিজিডি করার সময় তার তৈরি গবেষণা আই ভীষণ টেকনােলােজি, যেটি স্যাটেলাইট চ্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচার পায় দৈনিক প্রথম আলাে সহ বিভিন্ন জাতীয় পত্রিকায়। এই গবেষণাটির পরবর্তী ফসল, একটি ওয়েববেসড টিভি চ্যানেল ২০১৯ সালের শেষ নাগাদ জনগণের সামনে আসার সম্ভাবনা রয়েছে। লেখকের কম্পিউটার ও ওয়েব জগতের ভালােবাসা শুরু ২০০৪ সালে ভারতের বেঙ্গালাের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ার সময় থেকে।

প্রণব বন্ধু নাথ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed