প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শারমিন হক
শারমিন হক। জন্ম ১১ জুলাই। শৈশব ও কৈশোর কেটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি গ্রামে। বাবা-আমিরুল হক। মা- মিনু হক। জীবনসঙ্গী- ইঞ্জিনিয়ার রাজিব শেখ। স্বনামধন্য ইডেন মহিলা কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং মহানগর "ল" কলেজ থেকে এলএলবি শেষ করেন। ২০১৯ বইমেলায় তার শিশুতোষ শিক্ষামূলক দুটি বই "ভালো কাজের পুরস্কার" এবং 'অহংকারী গাছ ও উপকারী মৌমাছি' প্রকাশিত হয়েছিল "বাংলা প্রকাশ" থেকে। তার প্রথম কাব্যগ্রন্থ "অভিমানী" জনতা প্রকাশ থেকে প্রকাশিত হয় ২০২০ বইমেলায়। ভোরের কাগজ পত্রিকা এবং বিভিন্ন ম্যাগাজিনে তার গল্প, কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে । তার প্রথম গল্প গ্রন্থ "কোথাও কেউ ভালো নেই"।