প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুফতী আনিসুর রহমান
মুফতী আনিসুর রহমান, ১৯৮৬ সালের ২৬ ডিসেম্বর, কুমিল্লা জেলার চান্দিনা থানার অন্তর্গত বিচুন্দাইর গ্রামে; আলহাজ্ব জয়নুল আবেদীনের ঔরসে জন্মগ্রহণ করেন। প্রাথমিক থেকে উচ্চতর তাকমীল [মাস্টার্স] তাখাসসুস ফিল ফিকহ প্রতিটি ক্লাসেই একাধারে প্রথমস্থান অধিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ গমণ করেন। রাস্ট্রীয় প্রতিকূলতার শিকার হয়ে দেশে ফিরে-পূণরায় [ফিকহুল ইসলামী তথা ইসলামী আইন গবেষণা] অধ্যয়নে নিয়োজিত হন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার জামেয়া আনওয়ারূর রাহমানীয়াসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাদিসের দরস প্রদানের খেদমতে নিয়োজিত আছেন। অধ্যাপনার জগতে- বুখারী শরীফ, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, আল আশবাহ ওয়ান্নাজায়ের, তাফসীরে বায়যাবী, শরহুল আকাইদ, সিরাজী, শরহে জামী, কাফিয়ার মতো দুর্ভেদ্য কিতাবসমূহ অত্যন্ত সুনামের সাথে দরসপ্রদানের সুখ্যাতি রয়েছে তাঁর। পাশাপাশি রাজধানীর আদর্শবাগ বায়তুল হুসাইন জামে মসজিদে খতিব হিসেবে নিয়োজিত আছেন। এবং জন্মস্থান বিচুন্দাইর গ্রামের মাদরাসায়ে আহমাদিয় ‘র পরিচালনার গুরুদায়িত্ব পালন করছেন। এছাড়া বহু দ্বীনি প্রতিষ্ঠানের শুরা তথা অভিভাবক হিসেবে দ্বীনের খেদমত করছেন তিনি। লেখালেখির জগতে- এ যাবত দশটি বই প্রকাশিত হয়েছে; আরও কিছু প্রকাশিতব্য, সম্পাদিত ও নিরীক্ষিত। বিভিন্ন মাসিক ও দৈনিক পত্রিকা, স্মারকগ্রন্থ ও সাময়ীকীতে তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।আমরা তাঁর উজ্জল ভবিশ্যত কামনা করি।